ARIJIT Dutta Dutta's Album: Wall Photos

Photo 66 of 127 in Wall Photos

তুমি না থাকলে মরিচঝাঁপিতে ঝাঁপঝাঁপি হতোনা,
তুমি না থাকলে শালিপ্রেম আর জানাই হতোনা,
তুমি ছিলে বলে তোমার বৌটা মুখ করে আছে ভার
তুমি ছিলে বলে চন্দনটার টাকাকড়ি দরকার।

তুমি না থাকলে সাইবাড়ি বা বিজনসেতু হতোনা,
তুমি না থাকলে মা ছেলের রক্তমাখা ভাত খেতোনা,
তুমি ছিলে বলে ইংরেজী কি জানাই হলোনা,
তুমি ছিলে বলে সন্ত্রাস হলো কম্পিউটার এলোনা।

তুমি না থাকলে রাজ্যের এত অবনতি হতোনা,
তুমি না থাকলে মাওবাদীরা রসদ পেতোনা,
তুমি ছিলে বলে সন্ত্রাস কি জেনেছে বঙ্গবাসী,
তুমি ছিলে বলে মাঠে মারা গেছে আমাদের হাসি।

তুমি না থাকলে আনন্দ সন্ন্যাসীরা শান্তিতে থাকতো
তুমি না থাকলে দেশপ্রেম আজ কমরেডও জানতো,
তুমি ছিলে বলে ৩৪ এই রাজ্যটা ছারখার,
তোমার অন্যায় পাহাড় প্রমান, মৃত্যুতে নেই ছাড়।