Nihar Nath 's Album: Wall Photos

Photo 102 of 258 in Wall Photos

বর্তমানে আমাদের দেশে দালাল চিন্হিত করাটা সময়ের দাবী হয়ে পরেছে।

চীন সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন বন্ধ রাখা হয়েছিল প্রায় পঞ্চাশ বছর ধরে।আর এর আসল কাজ শুরু হয়েছে বিগত এক দশক ধরে।একটা সময় ছিল,যখন‌ই চীন সীমান্তে পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হত,তখন‌ই ঐ দালালরা সক্রিয় হয়ে যেত,আর বলত - 'চীন সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন মানে,যেচে নিজেদের ক্ষতি করা।কারন যদি চীন সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরী করা হয়,যুদ্ধের সময় সেই রাস্তা দিয়েই চীনা আর্মি ভারতের গভীরে প্রবেশ করবে।তাই চীন সীমান্তে রাস্তা,সেতু বানানোর প্রয়োজন নেই।

আর আজ ঐসব দালালদের বংশধরেরা নতুন রূপে চীনের দালালি করছে।যখন‌ই দেখবেন দেশে চীনা প্রোডাক্ট বিরোধী একটা মনোভাব সৃষ্টি হয়,তখন‌ই ঐ ডিজিটাল দালালরা গর্ত থেকে বের হয়ে আসে আর চীনা প্রোডাক্ট এর দালালি করে।এরা আপনাকে এমনটাই বোঝাবে যে চীন ছাড়া আপনার মোবাইল সম্ভব‌ই নয়,আপনি চীন ছাড়া কিচ্ছু ব‍্যাবহার করতে পারবেন না।আর এভাবেই আপনার মনের স্বদেশীয়ানাকে এই দালালরা সৃষ্টির আগেই মেরে ফেলার চেষ্টা করে থাকে।

এই মুহূর্তে এইসব দালালদের চিন্হিত করার দরকার আছে।

#KNIGHT