Nihar Nath 's Album: Wall Photos

Photo 165 of 258 in Wall Photos

চীন সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম সোনার জালিয়াতি কেলেঙ্কারীর কেন্দ্রবিন্দু হতে পারে।

জিরো হেজের একটি প্রতিবেদন অনুসারে, এটিতে কেবল চীনই জড়িত নয়, এটি এমন একটি শহর থেকে উদ্ভূত হয়েছে যা চীনের সমস্ত পাপেয় নগরী হয়ে উঠেছে। তার নাম উহান।

চীনের কিনগোল্ড নামক সংস্থা ৮৩টন সোনা বন্দক নিয়ে 16 billion yuan লোন দিয়েছিল। এই সোনা সেদেশের বর্ষিক সোনা উৎপাদনের ২২শতাংশ ও দেশের গোল্ড রিজার্ভের ৪.২ শতাংশ।

আর গল্পের ক্লাইমেক্স হল এই ৮৩টন সোনা ফেক। আজ্ঞে হ্যাঁ। এই ৮৩টন সোনা আসলে কপারের ওপর সোনার জল রঙ করা।