Nihar Nath 's Album: Wall Photos

Photo 167 of 258 in Wall Photos

সাল ১৯৬২ তে চীন যখন ভারত আক্রমণ করল তখনকার একটি বিরল ছবি। ছবিটি তোলা হয়েছে আসামের তেজপুরে। যেখানে একজন গোর্খা রমনী, যিনি আসাম রাইফেলের এক জোয়ানের স্ত্রীও, তিনি পিঠে তার সন্তান আর হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে যেকোন পরিস্থিতিতে যুদ্ধ করতে। এই ছবিটি আবারো আমাদের মনে করিয়ে দেয়, ভারতের প্রত্যেক নারীতে আজও রানী ঝাঁসি বিদ্যমান। প্রয়োজনে ঘরের ভেতরের আর সীমান্তের ঐপারের চীনা রাক্ষসদের নিশ্চিহ্ন করতে পারে এ দেশের মা এরা। এটা ১৯৬২ নয় যে রাজনৈতিক কারণে, দেশ শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। আর যারা চীনের লাল ফৌজকে কলকাতার রাজপথে স্বাগত জানানোর জন্য তৈরি ছিল তাদেরকে হুশিয়ার করছি, এবার কিন্তু চিনা সেনার সঙ্গে তোমাদেরও নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

জয় মা ভারতি