Nihar Nath 's Album: Wall Photos

Photo 172 of 258 in Wall Photos

আমি কি বলবো ভাষা খুজে পাচ্ছি না।

টিকটক যে ব্যন হয়েছে এটা নিয়ে আনন্দ করা বন্ধ করে এটা ভাবছি যে এতদিন টিকটকের মাধ্যমে কি বিভৎস রকম সার্ভেইল্যন্স চালানো হয়েছে পুরো ভারতের মানুষের ওপর।

টিকটকের পুরো এ্যপ্লিকেশানকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একদল সাইবার সেলার। আর তারা যা পেয়েছে তা ভয়ানক। এটা পুরোদস্তুর ডাটা চুরির জন্য চীনের সেনাবাহিনীর তরফ থেকে তৈরি করা হয়েছে। এটা একটা “ডেডিকেটেড ভাইরাস”

এর মাধ্যমে এমন কিছু নেই যেটা চায়না ট্র্যক করে নি। সেটা আপনার মোবাইল মেমরি থেকে শুরু করে, আপনার মুভমেন্ট আইপি এ্যড্রেস, আপনার লাইফস্টাইল, কন্ট্যক্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

হতে পারে এতে আপনার কিছু যায় আসে না। কিন্তু ভারতের অনেক হাইভ্যলু লোকের টিকটক এ্যপ ছিল। আর কোন মানুষের কাছে কি সেন্সিটিভ ডকোমেন্টস আছে তার কোনো আইডিয়া কারোর নেই। হতে পারে কোনো সেনা জোয়ান বা সেনাবাহিনীর মহিলা অপরেটরের ফোন। তাতে টিকটক ইনস্টল ছিল। এটা এত দ্রুত ছড়িয়েছে যা করোনার থেকেও মারাত্ম। চীনের কাছে এখন বড় ধরনের ডাটা বেস আছে ভারতের আর আমেরিকার ব্যপারে। আর সেই সমস্ত দেশের ব্যপারে যারা এখন টিকটক করছে।

এখন চীন এই ডাটা গুলোকে কিভাবে কাজে লাগাবে তা তারাই জানে। আমি পুরো রিপোর্টটা কমেন্ট বক্সে পোস্ট করলাম।

(GVT MUST CARRY A DETAIL ENQUIRY ON IT. BE CAREFUL WHEN YOU ARE USING ANY CHINESE APP)
.
| #ADMIN_DARK |♠