Nihar Nath 's Album: Wall Photos

Photo 182 of 258 in Wall Photos

বয়কট চায়না আন্দোলনের ফসল? দ্রুত কমছে ভারত-চীন বাণিজ্যের ট্রেড ডেফিসিট!

২০১৭-১৮চীনে ভারতের রপ্তানির তুলনায় আমদানির পরিমান $63 বিলিয়ন বেলি ছিল। যা এক কথায় বিশাল ফারাক। কিন্তু সম্প্রতি সেই হিসাব দ্রুত স্বাভাবিক হচ্ছে। ভারতের চীনের পন্য বর্জনের মনভাবের ফলে চীনের পন্য আমদানিতে বড় ধরনের ভাটা পরছে। আর তারফলে ট্রেড ডেফিসিট আগের তুলনায় কমে দাড়িয়েছে $48.66বিলিয়ন।

শুধু ব্যন চায়না নয়। ভারত সরকার চীনের ৩৭১টি আইটেমের ওপর অতিরিক্ত কর চাপিয়েছে। তার সাথে সাথে মেক ইন ইন্ডিয়ার ফসল হিসাবে ভারতের তৈরি হচ্ছে বহু পন্য যা আগে চীন থেকে আমদানি করা হত। আগামী বছরে ট্ডে ডেফিসিট আরও কমবে। কারন ভারতের একাধিক বড় প্রোজেক্ট থেকে চীনকে সড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পাওয়ার সেক্টরে চীনের কোনো পন্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার পাওয়ার গ্রীডের সমস্ত চাইনিজ ইকুউপমেন্টের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। ভারতের সন্দেহ চীনের ইকুপমেন্টে ভাইরাসের উপস্থিতি হতে পারে। যা যুদ্ধের সময় ভারতের পাওয়ার সাপ্লাইকে বন্ধ করতে পারে। এটা জাতীয় থ্রেটের থেকে কম নয়।

তাই চীনের ওপর নির্ভরশীলতা ভারত দ্রুত কাটিয়ে উঠতে চলেছে।
.
| #ADMIN_DARK |♠