Nihar Nath 's Album: Wall Photos

Photo 219 of 258 in Wall Photos

গালোয়ান উপত্যকা, হট-স্প্রিং LAC অঞ্চলের বিভিন্ন প‍্যাট্রোল পয়েন্ট থেকে চীনা সেনারা বর্তমানে ১.৫-২ কিলোমিটার দুরে অবস্থান করছে।এবার প‍্যাংগং হ্রদ থেকেও সেনা সরাতে শুরু করল চীন।অমিমাংসিত ভূমি (ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮) তে স্থাপন করা চীনা অফেন্সিভ অবস্থান গুলি সরাতে বলেছে ভারত।ইতিমধ্যেই ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৫ খালি করেছে চীন।বাকি অংশকেও খালি করতে বলেছে ভারত।

ভারত যে অ্যাপাচি গুলি লাদাখে মোতায়েন করেছে,তাদের সাথে লংবো AN/APG-78 ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে। আর ভারতের কাছে থাকা এই লংবো রাডার গুলির বিশেষত্ব হচ্ছে,এগুলি সমুদ্রের ওপর শ্রেনীবদ্ধ ভাবে থাকা টার্গেট ধংস করতে আপগ্রেড করা হয়েছে।আশা করা যায় প‍্যাংগং হ্রদে থাকা চীনা বোটের ক‍্যাপ্টেনরা ব‍্যাপারটি জানে।

আচ্ছা যারা এতদিন বলে আসছিল,চীন ভারতের ভূমি দখল করে বসে আছে,আজ যখন চীন LAC থেকে দুই কিলোমিটার দুরে সরে যাচ্ছে ,প‍্যাংগং থেকে সরে যাচ্ছে,তারা আজ কোন কথা বলছে না কেন ?যদি চীনের মতো বিস্তারবাদি দেশ ভারতের ভেতরে ঢুকে জমি দখল‌ই করবে,তাহলে আজ তারা সে জায়গা ছেড়ে দিল কেন?

#KNIGHT