Prasanta Hazra's Album: Wall Photos

Photo 1 of 2 in Wall Photos

"আমফানের ঝড়ে নাকি সুন্দরবনের দিকটায় আরও অনেক দিকে খুব ক্ষতি হয়েছে শুনছি। আমাদেরও তো হয়েছে ক্ষতি। আমরাও কম কষ্ট করছি নাকি... ইলেকট্রিসিটি ছিল না টানা তিন দিন, জল কিনে খেতে হয়েছে। নেট তো এখনো ঠিকমত পাচ্ছি না। আমি আর সুন্দরবনের লোকদের কথা কি ভাববো। তাও ভাবছি আমি। আমফান দুর্গতদের নিয়ে ফেসবুকে অনেক খবর দেখি। হ্যাঁ কষ্ট আমারও হয় ওদের কষ্ট দেখে, সেটা জানাই কমেন্ট করে। আর কি করবো? এত হাজার হাজার লোকের ঘর বাড়ি ভেঙেছে, আমি কতটুকু করতে পারবো? সরকারের দেখা উচিত। বিরোধীরাও তো বলছে সবাই করবে কিছু ওদের জন্য। ওরা সবাই করলে করতেই পারে। ওদেরই উচিত করা। আমার পক্ষে সম্ভব না। আমি নিজেই বিদ্ধস্ত হয়ে আছি। সারা দিন বাড়িতে বাসন মাজতে রান্না করতে হচ্ছে। এত কষ্ট করার অভ্যাস নেই। আর ওই মানুষগুলোর তো মাঝে মধ্যেই এমন হয়, তাই ওদের অভ্যাস আছে। ওরা ঠিক সামলে নেবে। কিছু সমাজসেবীর দলও যাচ্ছে দেখছি। যাচ্ছে যাক, আবার তো গিয়ে সেই দানের ছবি তুলে ফেসবুকে দেবে। এইটাতে আমার বড্ড আপত্তি। তোমাদের ইচ্ছে হচ্ছে তোমরা যাচ্ছো, সাহায্য করছো, ভাল কথা, সেটা আবার ফেসবুকে লোক দেখানোর কি আছে? আমি ওইসব ছবি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই। আমি বাপু একদম এই সময় কিচ্ছু করতে পারবো না। বাড়িতে এখন রোজই ভালমন্দ খাওয়াদাওয়া করতে হচ্ছে, ওই একটাই তো এন্টারটেনমেন্ট এখন এই লকডাউনের সময়। তাই বাজারের খরচটা বেশ ভালই হচ্ছে। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমার কষ্ট কে দেখে তার নেই ঠিক। আমি তো তাও ওদের কষ্টগুলো ফেসবুকে দেখে একটু মন খারাপ করি, আহা উহু করি। আর কি করবো? যা করার সরকার করুক আর ওই যারা ফেসবুকে ছবি দেওয়ার লোভে চাল ডাল নিয়ে যায়, তারা করুক। ব্যস, তাতেই অনেক হয়ে যাবে।"
আচ্ছা, ওপরের ওই "আমি"টা আপনি নন তো? কথাগুলো যদি আপনার না হয়, হ্যাঁ, আপনাকেই বলছি, যিনি এই পোস্টটা পড়ছেন, যদি কথাগুলো আপনার না হয়, তাহলে আপনার কাছে চাইবো খুব সামান্য কিছু। আপনার এক দিনের বাজারের খরচ যদি না পারেন, আপনার এক দিনের পান/ সিগারেটের খরচটুকুই দিন ওদের জন্য। নিজে আমাদের সাথে চলুন, নিজে হাতেই দেবেন ওদের। না পারলে আমাদের হাতে দিন। আপনার ভালবাসার দান আমরা পৌঁছে দেবো ওদের হাতে। সাথে একটি বার্তা..."আমরা শহুরে মানুষগুলো সবাই আত্মকেন্দ্রিক নই, অনেকেই ভাবেন তোমাদের জন্য, কষ্ট পান, তাই যার যার সামর্থ্যানুযায়ী তোমাদের জন্য পাঠিয়েছেন। আমরা শহুরে মানুষগুলো আছি তোমাদের পাশে। তোমরা যারা ঘাম ঝড়িয়ে আমাদেরই জন্য ফসল ফলাও, জীবনের তোয়াক্কা না করে মাছের চাষ করো, মধু আনতে বনে যাও, তোমাদের আমরা কিছু মানুষ ভালবাসি, তোমাদের হাহাকার শুনে আমাদেরও মন হাহাকার করে। তাই ছুটে এসেছি আমরা, আবার আসবো, বারবার আসবো।"
আমরা হাত বাড়ালেই বন্ধু পরিবার সুন্দরবন অঞ্চলের আমফান ঝড়ে বিদ্ধস্ত গ্রামগুলোতে যাচ্ছি। চাই প্রচুর ত্রিপল, শুকনো খাবার, যেমন চিঁড়ে, গুড়, মুড়ি, বিস্কুট, গুঁড়ো দুধ, চাল, ডাল, তেল, নুন, ছাতু ইত্যাদি, এছাড়াও আরও যা যা আপনার মন চায়, সাধ্যমত তুলে দিতে পারেন আমাদের হাতে। আর্থিক সাহায্যও করতে পারেন।
সব সহৃদয় বন্ধুদের কাছে আবেদন করছি, কিছু করুন। এই চরম দুঃসময়ে "হাত বাড়ালেই বন্ধু"র হাতটি শক্ত করতে এগিয়ে আসুন। অসহায় মানুষের বিপদে মুখ ফিরিয়ে থাকা কখনো মানুষের ধর্ম হতে পারে না।
আর শেয়ার করে ছড়িয়ে দিন পোস্টটা। শেয়ার করুন আপনাদের গ্রুপ চ্যাটে, গ্রুপ পেজে, কমিউনিটিতে, আপনাদের হোয়াটসএ্যাপ গ্রুপগুলোতে। আবেদন করুন আপনিও।
প্রতিটি অনুদানের
তালিকা দাতার নাম সহ এবং খরচের হিসেব আমরা প্রকাশ করবো ফেসবুকে পোস্ট দিয়ে। আপনারও অধিকার আছে জানার, আপনার দান সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে পৌঁছলো কিনা।

আমাদের এ্যাকাউন্ট ডিটেলস দিলাম :

1)STATE BANK OF INDIA
* A/C Name :
HAT BARALEI BONDHU
*Account no.: 35795823804
*IFS CODE SBIN0012360
*MICR : 700002359
*Branch : CF BLOCK, SALT LAKE CITY .
(Branch code : 12360)
*A/C Type : Savings

2)ORIENTAL BANK OF COMMERCE
*A/C Name :
HAT BARALEI BONDHU
*Account No- 17351131001986
*IFSC - ORBC0101735
*MICR -713022608
*Branch Katwa
*A/C Type : Current

3) Paytm wallet/Phone pe/Google pay : 7001464389

Paytm UPI ID
7001464389@paytm

Google pay UPI ID
hat.baralei.bondhu.mkmk@okhdfcbank

Bhim UPI ID
hat.baralei.bondhu@ybl

Amazone Pay UPI ID
7001464389@apl

Donation made to HAT BARALEI BONDHU shall qualify for deduction u/s 80G(5)(vi) of the Income Tax Act, 1961 and this approval shall be valid in perpetuity w.e.f. A.Y. 2018-19.
"হাত বাড়ালেই বন্ধু" কে যে কোনো আর্থিক অনুদানের ওপর আয়কর আইনের ৮০জি ধারায় আয়কর ছাড় পাবেন দাতারা।

https://www.facebook.com/groups/Hat.Baralei.Bondhu.MKMK/?ref=share

বিষদ জানতে ফোন করুন :
+919433809224
+919874815156
+917001464389
+919051202626
+918444858241