Subhankar Bakuli 's Album: Wall Photos

Photo 1 of 259 in Wall Photos

- শ্রীকৃষ্ণ পরমেশ্বর,সর্বকারনের পরম কারন।
তাহলে তিনি কেনো এত ধর্ম সৃষ্টি করেছেন।
সবাই কেন এক ধর্ম মানবে না।।
.
- ভক্তি সহকারে ভগবৎ সেবা করাই ধর্ম।শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব লাভই জীবের স্বরূপগত ধর্ম।কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে অন্য বাসনা মনের মধ্যে পোষনের কারনেই আমরা এই জড় জগতে পতিত হয়েছি ।
.
'কৃষ্ণ ভুলি যে-ই জীব অনাদি বহির্মুখ।
'অতএব মায়া তারে দেয় সংসার দু:খ ।।
.
- সংসারে আমরা দু:খ পাচ্ছি। দু:খ নিবৃত্তির জন্যই আমরা নানান প্রয়াস করছি। তার কারনেই আমরা এই ধর্ম,সেই ধর্ম, অমুক ধর্ম,তমুক ধর্ম করেই দু:খ মুক্তির চেষ্টা করছি।
.
'পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ।
'ভাগবতে কহে তাহা পরিপূর্ন ছলে ।।
.
- আমরা জগতে মায়ার--স্বত্ব,রজ ও তমগুনে আবদ্ধ জীব।নিজেদের বিভিন্ন গুন অনুসারে আচরন করে থাকি। তিন গুনের উর্ধ্বে যেতে পারলেই কৃষ্ণভক্তি লাভ হবে। কৃষ্ণের নির্দেশ হল --নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন। হে অর্জুন তুমি এিগুন থেকে মুক্ত হয়ে আমার নির্দেশে জীবনযাপন কর। যতদিন আমরা গুন ধরেই যা কিছুই করব তাতেই দেখতে পাব নানান মত,নানাবিধ ধর্ম ।