Asim Misra's Album: Wall Photos

Photo 2 of 273 in Wall Photos

সুপ্রভাত। #হিন্দু_সাম্রাজ্য_দিনোৎসব
জ্যৈষ্ঠ শুক্ল এয়োদশী তিথি। অাজ শিবাজী মহারাজের ৩৪৭ তম রাজ্যাভিষেক তিথি। এই দিনে ১৬৭৪ খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়েছিলো মহারাষ্ট্রে পুণার নিকট রায়গর দুর্গে।
এই তিথি হিন্দু জাতির আত্মমর্যাদার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে বিশেষ স্মরণীয়। অত্যন্ত নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে স্বধর্ম ও স্বতন্ত্রতা রক্ষা করে ছত্রপতি শিবাজী দেশপ্রেম, বিজয়ের মনোভাব, অসাধারণ সাহস ও আত্মবিশ্বাস এর সাহায্যে বিদেশে শত্রুদের পরাজিত করে হিন্দু সাম্রাজ্য স্থাপন করেছিলেন। বিস্মৃত হিন্দুদের পুনরুজ্জীবন করে "হিন্দুপদ পাদ-শাহী" স্থাপন করেছিলেন। শিবাজী সাম্রাজ্য স্থাপন অন্য রাজত্ব দখল করতে কোন আগ্রাসী প্রক্রিয়া নয়।
লোকমান্য তিলক জাতীয় জাগরণকে ত্বরান্বিত করার জন্য "শিবাজী উৎসব" প্রচলন করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন "শিবাজী উৎসব" কবিতা। শিবাজীর সংগ্রামী জীবন ও নিষ্কলঙ্ক চরিত্র থেকে নিরন্তর প্রেরণা গ্রহণের জন্য ডাক্তারজী সঙ্ঘের মধ্যে এই উৎসব অন্তর্ভুক্ত করেছিলেন।

সকলকেই জানাই হিন্দু সাম্রাজ্য দিনোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন

#জয়_শিবাজী
#জয়_হিন্দুরাষ্ট্র
#ভারত_মাতা_কী_জয়।