Asim Misra's Album: Wall Photos

Photo 69 of 273 in Wall Photos

সাল্যুট এই করোনা যোদ্ধাকে ,জীবন দিয়ে বুঝিয়ে দিলে সমাজের প্রতি তার মমত্ববোধ ।রাজু মন্ডল। কোলাঘাটের পাইকবাড়ির বাসিন্দা।পেশায় গাড়ির চালক।এতদূর পর্যন্ত ব্যাপারটা সাধারন, একেবারে সাধারন। সেলিব্রেটি নয়।আমি যেমন চিনিনা ,রাজ্যের বেশিরভাগ মানুষই চেনেন না।আজ চিনলাম মেছোগ্ৰামে এম্বুলেন্স দুর্ঘটনায় তার মৃত্যুর পর। এম্বুলেন্স চালিয়ে করোনা আক্রান্ত দুই রোগীকে নিয়ে সে যখন পাঁশকুড়া বড়মা হাসপাতালে আসছিল তখন তার গাড়ি দুর্ঘটনায় পড়ে।প্রায় সঙ্গে সঙ্গেই রাজুর মৃত্যু হয়। কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।পরে প্রশাসনের সহায়তায় রাজু সহ অন্যান্যদের উদ্ধার করা হয়।রাজু কোন সাধারণ এম্বুলেন্স চালক নয়, করোনা মোকাবিলায় এক নীরব সৈনিক।কেউ যখন করোনা আক্রান্তদের এম্বুলেন্সে নিয়ে যেতে রাজি নয়, এগিয়ে এসেছিল রাজু। কোলাঘাট স্বাস্হ্যকেন্দ্র থেকে বহু করোনা আক্রান্ত তার এম্বুলেন্সে হাসপাতালে পোঁচেছে।এখানেই তার বিশেষত্ব,এখানেই তার মানবতা। নাইবা হলো সেলিব্রেটি, তার মৃত্যুতে নাইবা উঠল ফেসবুকে RIP লেখার ঝড় তবু মহামারি মোকাবিলায় এই নীরব সৈনিকের একটা স্যালুট অবশ্যই প্রাপ্য। এদের মধ্য দিয়েই বেঁচে থাক মানবতা।