Asim Misra's Album: Wall Photos

Photo 201 of 273 in Wall Photos

সুপ্রভাত, সকলে ভালো থাকুন।
গীতা পাঠের মধ্য দিয়ে মনকে প্রশান্তি রাখুন।
গীতা পাঠের ফল কি??

১ম অধ্যায পাঠ করিলে মানুষের মন পবিত্র হয়।

২য় অধ্যায় পাঠ করিলে যে বুদ্ধির নিম'লতা লাভ হয়।

৩য় অধ্যায় পাঠ করিলে সর্ব পাপ দূর হয়।

৪থ' অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ দূর হয়।

পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌয'মহা পাপ দূর হয়!

ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়।

৭ম অধ্যায় পাঠ করিলে মন নিম'ল হয়।

৮ম অধ্যায় পাঠ করিলে অখাদ্য ও অপেয়জাত সকল পাপ দুর হয়।

৯ম অধ্যায় পাঠ করিলে পৃথিবী দানের সম পরিমাণ ফল লাভ হয়।

১০ম অধ্যায় পাঠ করিলে সব'পাপ দুর হয়ে শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয়।

১১তম অধ্যায় পাঠ করিলে ভগবত বুদ্ধি লাভ হয়।

১২তম অধ্যায় পাঠ করিলে ভগবানে বিশুদ্ধ ভক্তি লাভ হয়।

১৩তম অধ্যায় পাঠ করিলে আত্মজ্ঞান লাভ করে।

চতুদশ অধ্যায় পাঠ করিলে অশ্বোমেদ যজ্ঞের সম পরিমাণ ফল লাভ হয়।

পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নিম'ল জ্ঞান অর্জন করিয়া যোগি হয়।

ষোড়শ আধ্যায় পাঠ করিলে সংসার বন্ধন হতে মুক্ত হয়।

সপ্তদশ অধ্যায় পাঠ করিলে মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে।

অষ্টদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা তাহার সব'পাপ নষ্ট হয়ে যায়।

অতএব গীতা পাঠে বা শ্রবণের মাধ্যমে ভক্তগণ ইহলোক পরলোক পরম সুখী হইয়া থাকেন।

জয় গীতা ।
জয় গীতা।।