Guha Sudhir Narayan's Album: Wall Photos

Photo 5 of 7 in Wall Photos

যযা ধর্মমধর্মং চ কার্যং চাকার্যমেব চ৷
অযথাবত্প্রজানাতি বুদ্ধিঃ সা পার্থ রাজসী৷৷৩১

অর্থ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য প্রভৃতির পার্থক্য অসম্যক রুপে স্থির হয়, সে বুদ্ধি রাজস।।৩১

অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা৷
সর্বার্থান্বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী৷৷৩২

অর্থ: হে পার্থ, যে বুদ্ধি অজ্ঞান এবং মোহাচ্ছন্ন হয়, অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে এবং সব কিছুই বিপরীত ভাবে বোঝেন, তা তামসী বুদ্ধি বলে জানবে।।৩২

ধৃত্যা যয়া ধারয়তে মনঃপ্রাণেন্দ্রিয়ক্রিয়াঃ৷
যোগেনাব্যভিচারিণ্যা ধৃতিঃ সা পার্থ সাত্ত্বিকী৷৷৩৩

অর্থ: হে পার্থ, যে ধৃতি অব্যভিচারী, যোগ দ্বারা মন, প্রান, ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারন করে সেই ধৃতিই সাত্ত্বিকী।৩৩
-:ক্রমশঃ-