BAPPA DAS's Album: Wall Photos

Photo 1 of 9 in Wall Photos

ব্ল্যাক লাইভস ম্যাটার - এই স্লোগানে আমেরিকা উত্তাল এখন। ব্লাকরা আমেরিকার চিরকালীন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সরকারি ভাবে ওদের সমান অধিকার বা কিছুক্ষেত্রে একটু বেশীই অধিকার দিলেও সামাজিক ভাবে আজও ওরা আমেরিকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু সাধারণ সাদারা আজও ব্লাকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকই ভাবে। অবশ্যই ব্লাক লাইভস ম্যাটার।

কিন্তু ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের কি হবে? সামাজিক ও রাষ্ট্রীয় উভয় ভাবেই যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ?

রাষ্ট্র যাদের যৌথ পরিবারের উপর অতিরিক্ত কর নিয়ে‚ তাদের প্রার্থনালয়ের উপর ট্যাক্স বসিয়ে‚ তাদের ধর্মীয় শিক্ষাদান সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে যাদের রাষ্ট্রীয় ভাবেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে? তাদের? যারা নিহত হলে সমাজ একটা শব্দও উচ্চারণ করেনা "পাছে লোকে সাম্প্রদায়িক বলে গালি দেয়" এই ভয়ে - সেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের কি হবে?

ডাক্তার নারাং,, রামালিঙ্গম,, জিতু মোহন,, ধ্রুব ত্যাগী,, ভারত যাদব,, অঙ্কিত শর্মা,, হিনা তালজেরা,, বিকাশ যাদব,, দিব্যা,, টুইঙ্কল,, কিরণ কুমারী, রোহিত তাঁতি,, ইন্দ্রজিৎ দত্ত,, টোটন দাস,, চন্দন গুপ্তা,, তাপস,, রাজেশ,, প্রশান্ত পূজারী,, রাজকুমার রায়,, ত্রিলোচন মাহাতো,, দুলাল কুমার,, শিশুপাল সহিত,, হরলাল দণ্ডপাথ,, কাশিলাল ঘোষ,, গোপাল কৃষ্ণ পাল,, কমলেশ তিওয়ারি,, সুনীলগিরি মহারাজ,, কল্পবৃক্ষগিরি মহারাজ,, নীলেশ তেলগড়ে

………

Doesn't Hindu lives matter?

স্বপ্ন দেখি আমার দেশও একদিন আমেরিকার মতো প্রতিবাদে উত্তাল হবে হিন্দু লাইভস ম্যাটার বলে ? কিন্তু আর কতদিন?

©সৌভিক
(ছবি সংগৃহীত )