#চীনা_সৈনিকের_হামলায়_আহত_জওয়ান সুরেন্দ্র সিং তার বাড়িতে তার বাবা ও স্ত্রীকে বলছেন....
#আমরা_৩০০_৪০০_জন_ছিলাম আর ওরা ছিল ২০০০-২৫০০। হঠাৎ আমারা ওদের ঘেরার মধ্যে চলে আসি কিছু বোঝার আগেই।কারন আলোচনায় শর্ত ছিল কেউ কোনো অস্ত্র রাখবেনা কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করলো। ওদের কাছে তারের রড়,খুঁটি,বড় পাথর আগে থেকেই মজুত ছিল। যার দ্বারা ওরা হঠাৎ আঘাত করে...!!
#যদিও_আমাদের_কাছে_কিছুই_ছিল_না... তবুও আমরা হার মানিনি। আমরা আমাদের হাতকে অস্ত্র বানাই এবং এক একজনের উপর প্রতিরোধ গড়ে তুলি এবং আঘাত করি। কিন্তু আফসোস আমরা আমাদের ২০ জন সাথীকে বাঁচাতে পারলাম না।তারা লড়তে লড়তে বীরগতি প্রাপ্ত হলো...