Avijit Mondal's Album: Wall Photos

Photo 27 of 33 in Wall Photos

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে শিল্পস্থাপন করবো'!

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে পরিকাঠামো নির্মাণ করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকীকরণ করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে গণতন্ত্র ফিরিয়ে দেবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে এসএসসি, পিএসসি, টেট, সেট চালু করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে মাদ্রাসা বন্ধ করে সকলের জন্য সমান শিক্ষা ব্যবস্থা চালু করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে বাংলা ও ইংরাজী মিডিয়ামের ব্যবধান মেটাবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে সরকারি হাসপাতালে বেসরকারি মানের পরিষেবা দেবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে দালাল ও সিন্ডিকেটরাজ বন্ধ করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে আর কাউকে ১০০ দিনের কাজে মাটি কাটতে হবে না'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে রাজ্যের বাইরে কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাবেন না'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে কৃষকের বীমা হবে'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে সকলের স্বাস্থ্য বীমা দেবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে বকেয়া মহার্ঘ ভাতা দেবো'।

তিনি একবারও বলেননি যে 'ক্ষমতায় এলে ঋণের বোঝা কমাবো'।

তিনি শুধু বলেছেন যে ক্ষমতায় এলে 'আজীবন' ফ্রীতে রেশন দেবো। তার মানে তিনি ক্ষমতায় এলে এই রাজ্যে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। তাই তিনি আজীবন থাকবেন ও ফ্রীতে ভিক্ষা দেবেন!

এবার আপনাদের হিসাব বুঝে নেওয়ার পালা। আজীবন ফ্রীর চাল নেবেন, না কি 'গণতন্ত্র' নেবেন...