Rahul Das's Album: Wall Photos

Photo 1 of 7 in Wall Photos

১৬৭৪ খ্রীষ্ঠাব্দে ৪ ই জুন এই দিনেই হয়েছিল #শিবাজীর_রাজ্যাভিষেক।

#শিবাজী হিন্দু স্বরাজ্যের (স্বাধীনতা) মতবাদকে সমর্থন দান করেন। তিনি মারাঠা শাসন পুণঃপ্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি তার সুশৃঙ্খল সামরিক বাহিনী এবং সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন।[৫] তিনি একজন কুশলী সামরিক কৌশলবিদ ছিলেন এবং গেরিলা যুদ্ধের ধারণার সূচনা করেন।।
#প্রথম_জীবন
শিবাজীর রাজ্যজয় সম্পাদনা
বাল্যকালেই মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীরর সাথে শিবাজীর ঘনিষ্ঠ পরিচয় হয়। এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন। ১৬৪৭ খ্রিষ্টাব্দে কোণ্ডদেবের মৃত্যুর পর, শিবাজী রাজ্যজয়ে মনোনিবেশ করেন। রোলিনসন (Rawlinson) মনে করেন যে, বিদেশী শাসন থেকে স্বদেশকে মুক্ত করাই শিবাজীর রাজ্যজয়ের প্রধান উদ্দেশ্য ছিল। সম্পদের লোভে লুঠতরাজ করা তার অভিপ্রেত ছিল না। সরদেশাই বলেন, সারা ভারতে।।ছএপ্রতি শিবাজী মহারাজ কি জয়।। #হিন্দু_সাম্রাজ্য_স্থাপন_করাই_শিবাজীর_লক্ষ্য_ছিল।
৪ ঠা জুন হিন্দু সাম্রাজ্য দিবস
পৃথিবীর প্রতিটি হিন্দু ভাই এবং বন্ধুদের হিন্দু সাম্রাজ্য দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।।