rajib chakraborty's Album: Wall Photos

Photo 155 of 340 in Wall Photos

অপারেশন জিঞ্জার ,মেজর জেনারেল এস কে চক্রবর্তী

2011 সালের ঘটনা যদিও মনমোহন সিং পরিচালিত ইউ পি এ সরকার সেনাবাহিনী কে হাতে চুড়ি পরিয়ে রেখেছিল তাও এর মধ্যেও পাকি হানাদারির উচিত জবাব দিয়েছিল2 ভারতীয় সেনা। বেশ কিছু সেনা জেনারেল অসন্তোষ ক্ষোভে জ্বলছিলেন। পাকিদের সন্ত্রাস বেড়েই চলছিল আর তারা বেপরোয়া হয়ে উঠছিল। কূপওয়ারা তে অবস্থিত 28 নাম্বার ডিভিশন এর সর্বাধিনায়ক ছিলেন এই বঙ্গ সন্তান । পাকিস্থান এক সিজফায়ার উল্লঙ্ঘন করে সীমান্তে হানা দেয় ও তাদের কুখ্যাত BAT টিম দুই সেনাকে মেরে তাদের মৃতদেহের প্রতি চরম অশ্রদ্ধা ও ভারত কে চ্যালেঞ্জ করে দুইজনের মাথা কেটে নিয়ে যায়। শুধুমাত্র তাই নয় ইন্টেল সোর্স বলে দুই সেনার মাথা নিয়ে তারা ভিক্টরি পোজ দেবে ও সোশাল মিডিয়ায় সাহায্যে ভারত কে উসকানোর চেষ্টা করবে।

প্রথমে ওই অঞ্চলের ডিটেইল স্টাডি করা হয় ও রেকি করা হয় কদিন ধরে তারপর পারা ট্রুপার রা হানা দেয় সেই ঘাতকদের 5 জনকে ওখানেই উড়িয়ে দেয়া হয় ও মৃতদেহগুলো বুবি trap করে বিস্ফোরক বসিয়ে দেয়া হয় যাতে পাকিদের আরো বহু সৈনিক মারা পরে। দুইজনের মাথা para কমান্ডো রা কেটে আনে প্রমান স্বরূপ, গোটা ঘটনা সরকারের অনুমতির অপেক্ষা ছাড়াই করা হয়েছিল, কারণ সেনা মনে করেছিল সরকার এই কাজের অনুমোদন দেবে না।অপারেশন সাকসেস হবার পর সেনা সরকার কে পুরো ঘটনা জানায় ।লিংক দেয়া হল । https://www.thehindu.com/news/national/Operation-Ginger-What-you-need-to-know/article15477495.ece