rajib chakraborty's Album: Wall Photos

Photo 171 of 340 in Wall Photos

ঘাতক কমান্ডো, কারা এরা।

ঘাতক কমান্ডো হল তারা সেনার একটি অংশ যা প্রতি রেজিমেন্ট এর সঙ্গে যুক্ত থাকে এদের সংখ্যা 40 জন। এরা অবশিষ্ট রেজিমেন্ট এর সেনাদের থেকে আরো উৎকৃষ্ট উপকরণ ব্যাবহার করে এদের ট্রেনিং আরো কঠোর হয়। প্রতি রেজিমেন্ট এই এই ঘাতক প্লাটুন থাকে। ঘাতক প্লাটুন উদেশ্য হল কোন অপারেশন এ প্রথমে থাকে বাছাই করা প্লাটুন এর কজন আসল কাজ করে বাকিরা ব্যাক আপ দেয়।

কাশ্মীর এ পরিস্থিতিতে CI ও CT অপারেশন করতে এদের কাজে লাগান হয়।সন্ত্রাসীদের ঘিরে ফেলে খতম করতে এরা মহারাথ হাসিল করেছে।অস্ত্র ছাড়াও খালি হাতে লড়াই করতে এরা সিদ্ধ হস্ত । সম্প্রতি ঘটে যাওয়া গালবান উপত্যকায় ঘটে যাওয়া সংঘর্ষে এই ঘাতক প্লাটুন এর সৈনিক রাই চীনাদের উত্তম মধ্যম দিয়েছে। সঙ্গের ছবিটি মারাঠা লাইট ইনফ্যান্ত্রী এর এক ঘাতক কমান্ডো এর।