rajib chakraborty's Album: Wall Photos

Photo 223 of 340 in Wall Photos

ইনি হলেন সেই ব্যক্তি যিনি কুঁকরি দিয়ে এক পাকি সেনার মাথা কেটে নিয়েছিলেন।

নায়েব সুবেদার গণেশ প্রধান 1/11 গোর্খা রাইফেলস bravest of brave সৈনিক PVC আর অশোক চক্র বিজেতা।

ঘটনা ঘটে খালুবার রিজ এ বাতালিক সেক্টর ।নিচে বর্ণিত হল ঘটনা।

যুদ্ধের সময় তিনি পাকিস্তানি ব্যাংকার চার্জ এর সময় ট্রাকসুট পড়া এক পাকিস্তানি সেনাকে
টয়লেট এর সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন , গুঁড়ি মেরে গিয়ে তিনি এক কোপে পাকিস্তানী সৈনিক টি রাইফেল তোলার আগে ওর মাথা নামিয়ে দেন। প্রধান এর মতে ক্লোজ কোয়ার্টার কমবাট কুঁকরি রাইফেল এর থেকে অনেক কার্যকর।

এই যুদ্ধ ঘটেছিল জুলাই মাসের 5 থেকে 6 তারিখ 1999 সালের কার্গিল যুদ্ধের সময় , প্রধান এর এই ব্যাংকার রেইড করার সময় তার 5.56 মিমি ইনসাস রাইফেল এর গুলি ফুরিয়ে গেছিল। যখন তিনি পাকি ব্যাংকার এর মধ্যে খালি হাতে লড়ছিলেন ঘটনা ঘটে খালুবার রিজ এর দক্ষিণ দিকে ।

তার চার্লি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন ভি এ জোশি তাকে নিজের কোটা থেকে তিন রাউন্ড গুলি দিয়েছিলেন যেহেতু প্রধান এর গুলি শেষ হয়ে গেছিল। কিন্তু প্রধান রাইফেল না ব্যাবহার করে কুঁকরি নিয়ে একাধিক শত্রু কে ধরাশায়ী করেন।

বিক্রমজিত সিং এর লেখনী অনুবাদ।