rajib chakraborty's Album: Wall Photos

Photo 260 of 340 in Wall Photos

সেনা দুনিয়ার সবচেয়ে বড় ব্যালাস্টিক হেলমেট এর অর্ডার দিতে চলেছে সংখ্যা টা 1লাখ। যেগুলি Ak 47 গুলি ঠেকাতে পারবে।

সেনা জুন মাসের 23 তারিখ এই বিষয়ে একটি RFI জারী করে আর জুলাই মাসের 13 তারিখ দেশের সবকটি হেলমেট নির্মাতার সঙ্গে নতুন দিল্লী তে এক বৈঠক আয়োজন করে। এর RFP পরের বছর ফেব্রুয়ারি মাসে জারী হবে।

এই ধরনের প্রতি হেলমেট এর দাম 50 হাজার টাকা সেনা এর জন্য ইমারজেন্সি 500 কোটি টাকার এক ফান্ড তৈরী করেছে।এই হেলমেট গুলো 1990 থেকে চলে আসা পাটাকা কে রিপ্লেস করবে সঙ্গে 2018 সালে mku দ্বারা নির্মিত একটি কাজ চালান গোছের হেলমেট কে।

একটি Ak 47 এর গুলি শব্দের দুই গুন বেশী বেগে ছোটে আর এর ইমপ্যাক্ট 2 হাজার joulesকাইনেটিক এনার্জি যা কিনা হেলমেট ও বুলেটপ্রুফ ব্যাক্তির উপর ভহানক এক গতি তে আঘাত হানে 1 বাহ্যিক আঘাত না থাকলেও অনেকসময় যা ঘাতক হতে পারে।আধুনিক ব্যালিস্টিক হেলমেট গুলো ও জ্যাকেট গুলো এই ইমপ্যাক্ট 10 joules এ নামিয়ে আনে।

নতুন হেলমেট গুলোতে টর্চ, নাইট ভিশন, ভাইজার বা ফেস শিল্ড লাগান যাবে সবচে গুরুত্বপূর্ণ এটা Ak 47 এর 7.62×39 মিমি বুলেট রোধ করতে পারে10 মিটার দূরের ।এর আবার দু রখম বুলেট হয় মিড স্টিল কোর বুলেট যেটি সাধারণত ব্যাবহার হয়,আর একটি হার্ড স্টিল কোর বুলেট বা আর্মার পিয়ারসিং রাউন্ড যা সাধারণ হেলমেট বা বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করতে পারে।

2017 সালে পুলবামা ও 2018 সালে লেথপরা তে জঙ্গী রা এই জাতীয় বুলেট ব্যাবহার করেছিল। সম্প্রতি কাঠুয়া তে BSF এক পাকিস্তানি ড্রোন গুলি করে নামায় যার থেকে একটি M4A1 colt কার্বাইন দুটি ম্যাগাজিন 60M 855A1 এনহান্স রাউন্ড nato স্ট্যান্ডার্ড 5.56×45 মিমি আর্মার পিয়ারসিং বুলেট পাওয়া গেছে যা ভারতীয় সুরক্ষা কর্মীদের বর্তমান হেলমেট বা জ্যাকেটলেভেল 3 স্ট্যান্ডার্ড ফুঁড়ে ফেলতে পারে।

ভারতীয় সেনা কাশ্মীর ইনসার্জেন্সি দমনে ব্যাস্ত আছে 1990 সাল থেকেই তাদের হেলমেট 1974 সালের ফাইবার গ্লাস হেলমেট যেটি গুলি ও বোমার স্প্লিন্টার আটকাতে অকেজো,1990 সালে মেজর জেনারেল ভি কে দত্ত এক সস্তায় ইম্প্রভাইস জুগার নিয়ে আসেন যাকে পাটাকা বলা হয় ,এটি গোলাকার আর্মার শিল্ড এর উপর পুরু ক্যানভাস লাগান।এটি বুলেট স্প্লিন্টার রোধ করতে পারে কিন্তু ধাক্কা কাইনেটিক ফোর্স থেকে উৎপন্ন trauma থেকে সেনাদের বাঁচাতে পারে না। আবার হেলমেট ধাক্কা খেয়ে বুলেট পাশের সেনার দিকে ছিটকে তাকে আহত করছে এমন নজির ও আছে।2018 সালে MKU থেকে 158000 হেলমেট যেগুলি কেনা হয়েছিল সেগুলো আপ টু ডা মার্ক নয় ,আর একটি নির্মাতা ওই হেলমেট গুলোর প্লেট এর উপর সেরামিক আস্তরণ দিয়ে কাজ চালান গোছের করে দিয়েছে হেলমেট গুলোকে। https://www.indiatoday.in/india-today-insight/story/new-ballistic-helmets-for-the-army-1700612-2020-07-14