rajib chakraborty's Album: Wall Photos

Photo 272 of 340 in Wall Photos

মেক ইন ইন্ডিয়া ঢাক অনেক শুনলেন , সরকারের বড় বড় কথা এদের উৎসাহ দেবার শুনেছেন ।কিন্তু এদের মধ্যেও কি যথাযথ ভাবে সময়ে প্রোগ্রাম শেষ করার তাগিদ আছে ।উদাহরণ

2011 সালে মিনিস্ট্রি অফ ডিফেন্স RNEL রিলায়েন্স নাভাল এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কে পাঁচটি অফশোর ভেসেল OPV নির্মাণের বরাত দেয়। বরাত টি 2500 কোটি টাকার ছিল সেনার 2014 থেকে 15 এর মধ্যে এই ভেসেল গুলি পাবার কথা ছিল, কিন্তু ওই ভেসেল গুলি কোনদিন সেনার হাতে পৌঁছায়নি, কোম্পানি সিরিয়াস ফিনান্সিয়াল প্রব্লেম পড়ে , এখনো দুটি ভেসেল RNEL শিপ ইয়ার্ডে পরে আছে একটি 80 পার্সেন্ট কমপ্লিট আর একটি 30 পার্সেন্ট কমপ্লিট অবস্থায়।

এই অবস্থায় MOD 2020 ফেব্রুয়ারি তে এই প্রজেক্ট টার্মিনেট করে। সরকার RNEL কে যে 980 কোটি টাকা এডভান্স দিয়েছিল তা অবশ্য তারা ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে পেয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হল পিপভ শিপ ইয়ার্ডে RNEL এর শাখা যে দুটি জাহাজের কাঠামো দাঁড়িয়ে আছে সেগুলো কি হবে, প্রজেক্ট কি করে কমপ্লিট হবে। মাজগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড আর লার্সন এন্ড টুর্ব দুই কোম্পানি যারা এই প্রজেক্ট হাতে নিতে চায়।শোনা যাচ্ছে জেনস ডিফেন্স উইকলি মাধ্যমে রাশিয়ান USC ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশন RNEL এর শেয়ার কিনতে চেয়ে বোম্বে স্টক মার্কেট যোগাযোগ করেছে ।এগুলো সব জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার কিন্তু সেনার যে 6 এতগুলো বছর নষ্ট হল আর হবে তার কি ভাবে মেক আপ করা হবে।কোম্পানি ও যারা এই কোম্পানির ফিনান্সিয়াল ব্যাক গ্রাউন্ড খতিয়ে না দেখেই এই কন্ট্রাক্ট মঞ্জুর করেছিল তাদের শাস্তি হবে কি।কোম্পানির বিরুদ্ধে সত্য গোপন করার জন্য কোন ব্যবস্থা কি নেয়া হবে। কোন নিয়ম না থাকলে ভবিষ্যতে এই ঘটনা আরো ঘটবে। লিংক https://defence.capital/2020/07/04/india-defers-decision-to-cancel-reliance-naval-warships-deal-to-allow-company-revival-plan/