rajib chakraborty's Album: Wall Photos

Photo 304 of 340 in Wall Photos

ভারত এর DRDO দেশীয় man portable air defence সিস্টেম MANPAD এর কাজ শুরু করতে যাচ্ছে ।

DRDO এই সিস্টেম এর প্রোটোটাইপ এর ফেব্রিকেশন এর কাজ শুরু করে দিয়েছে। MANPAD টি তে একটি ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড হোমিং সিকার থাকবে, অথবা মাল্টি স্পেক্টরিকাল অপটিক্যাল সিকার । এটার ওজন হবে 25 কেজি, দিবা রাত্রি কাজ করতে পারবে, 6 কিমি এফেক্টিভ রেঞ্জ । 3000 মিটার দূরের উচ্চতার শত্রু কে এনগেজমেন্ট করতে সক্ষম, বিভিন্ন ভু প্রকৃতি গত অবস্থানে কাজ করার ক্ষমতা উঁচু পাহাড়, সমতল, অরণ্য, মরুভূমি বা উপকূল অঞ্চলে । ভবিষ্যতে এই সিস্টেম এর উপর বেস করে সল্প পাল্লায়2 এয়ার ডিফেন্স সিস্টেম বানান হবে যেগুলি ট্যাংক, সাঁজোয়া গাড়ী ও নৌ জাহাজে ইনস্টল হবে। ছবিটি প্রতীকী তথ্য DFI https://defenceforumindia.com/threads/drdo-begins-work-on-indigenous-manpads-mpdms-man-portable-defensive-missile-system.82322/