Argha Chowdhury's Album: Wall Photos

Photo 5 of 5 in Wall Photos

বামদিকেঃ- NDTV বললো হাতিটিকে নাকি আনারসে বিস্ফোরক পুরো 'খাওয়ানো'(Fed) হয়েছে। হাতিটি মারা গেছে মালাপ্পুরাম জেলায়।

ডানদিকে:- NDTV সেই একই খবর আপডেট করে বললো যে হাতিটি নাকি নিজে থেকেই বিস্ফোরক ভর্তি আনারস 'খেয়েছে'(Ate) আর তার থেকেও মজার বিষয় হল হাতিটি এবার মালাপ্পুরামে নয় একেবারে পালাক্কড় জেলায় গিয়ে মরল।

রিপোর্টে 'খাওয়ানো'(Fed) থেকে 'খেয়েছে'(Ate) হওয়ার সম্ভাব্য কারন-

হাতিটিকে নৃশংস ভাবে হত্যার কেসে জড়িত সন্দেহে পুলিশ কোনো এক আমজাত আলি এবং থামিম শেখ কে গ্রেফতার করেছে।

রিপোর্টে হাতিটি মালাপ্পুরম থেকে পালাক্কড়ে গিয়ে মরার সম্ভাব্য কারন-

মালাপ্পুরমে বিপদসূচক- ৭০.২৪% আর
পালাক্কড়ে বিপদসূচক-২৮.৭৬%।

যেখানে বিপদসূচক কম হাতিটিকে সেখানে নিয়ে গিয়ে মারলে তবেই না ভাসুর ঠাকুর দের ইজ্জত বাঁচানো যাবে।