Gopal Mondal's Album: Wall Photos

Photo 10 of 40 in Wall Photos

'ডাকাত'
••••••••••

"গুণ তিন রকমের ---সত্ত্ব , রজঃ ও তম। এই তিন গুণের কেউ তাঁর নিকট পর্যন্ত পৌঁছুতে পারে না।

যেমন একজন লোক বনের পথ দিয়ে চ'লে যাচ্ছিল,এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ধরলে ও তার যা-কিছু ছিল সর্বস্ব কেড়ে-কুড়ে নিলে; তার ভেতর একজন ডাকাত বললে , "এ লোকটাকে রেখে আর কি হবে? "এই কথা বলেই খাঁড়া উঁচিয়ে তাকে কাটতে এল। আর একজন ডাকাত এসে বললে , " না হে , একে কেটো না , কেটে কি হবে? এর হাত-পা বেঁধে এইখানেই ফেলে রেখে যাও।"
পরে সকলে মিলে তার হাত-পা বেঁধে সেখানে রেখে চলে গেল।

কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে , "আহা তোমার কত লেগেছে , এস আমি এখন তোমার বন্ধন খুলে দিই।" ডাকাতটি তখন বন্ধন খুলে দিয়ে বললে , "আমার সঙ্গে সঙ্গে এস তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি।" পরে রাস্তার নিকটবর্তী হ'য়ে বললে , ঐ রাস্তা ধ'রে চ'লে গেলে তুমি বাড়ি পৌঁছুবে। " লোকটি তখন তাকে বলতে লাগল , আপনি আমার প্রাণদান করলেন , আপনি আমার বাড়ি পর্যন্ত আসুন।" ডাকাত তখন বললে , "আমি সেখানে যেতে পারব না , লোকে টের পাবে ---আমি কেবল তোমাকে রাস্তা দেখিয়ে চললুম।"

------- ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ