Gopal Mondal's Album: Wall Photos

Photo 14 of 40 in Wall Photos

'দড়ি ছিঁড়ব কি দিয়ে' ?
~~~~~~~~~~~~

" যার পারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে , সাধ্য নেই , কেউ তাকে বেঁধে রাখে।
সে-দড়ি ছিঁড়ব কি দিয়ে?
শুধু কর্ম দিয়ে।
কর্ম দিয়ে কর্ম ক্ষয়!
কাঁটা দিয়ে কাঁটা তোলা।
দড়ির সঙ্গে দড়ি ঘষে- ঘষে আগুন করে বন্ধন পুড়িয়ে ফেলা।"

অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'পরমা প্রকৃতি শ্রীশ্রী মা সারদামণি ' থেকে