tarun malakar's Album: Wall Photos

Photo 4 of 265 in Wall Photos

নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী ওলি চীনা প্রভুদের হাতের তামাক খেয়ে ভৃত্যে পরিণত হলেও নেপালি জনগণ আর সেনা সেই পথে নেই তা তিনি বুঝতে পেরেছেন ,নেপালি কংগ্রেস তো ভারতের সঙ্গে বিরোধ করা থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রী ওলি কে বলেছে ও চীনা দ্বারা প্রস্তুত নতুন মানচিত্র প্রত্যাখ্যান করেছে এই চাপে পড়ে কমিউনিস্ট ওলি আবার চীনা প্রভুদের সঙ্গে পরামর্শ করতে চান ও ওই মানচিত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে ভারতের সেনা প্রধান এম এম মারভানে ভারত নেপাল সংঘাত এর পরিপ্রেক্ষিতে তৃতীয় শক্তির খেলা বিষয়ে যে মন্তব্য করেছিলেন তাতে ওলির যে দুর্বল জায়গায় ঘা পড়েছে তা পরিষ্কার বোঝা গেছে।তেলেবেগুনে জ্বলে তিনি নেপালের সেনা প্রধান পূর্ন চন্দ্রথাপা কে এর প্রতিবাদ করতে নির্দেশ দেন ,কিন্তু সেনা প্রধান পরিষ্কার বলেছেন তিনি সেনা রাজনৈতিক নন তিনি ওই বিষয়ে কোন মন্তব্য করবেন না ,নেপালি প্রধানমন্ত্রী হয়ত জানেন না বা না জানার ভান করছেন নেপালের সেনা প্রধান ভারতের এক সাম্মানিক জেনারেল