tarun malakar's Album: Wall Photos

Photo 137 of 265 in Wall Photos

যাহাতে শ্বাস-প্রশ্বাসের গতি স্থির হয় তাহাই ধর্ম্ম এবং যাহাতে স্থির হয় না তাহাই অধর্ম্ম ৷কর্ম্ম কখনও বন্ধের কারণ নহে ৷কর্ম্মের ফল প্রত্যাশাই বন্ধের কারণ ৷কর্ম্মের কোন ভাল মন্দ ভেদ নাই ৷মোহের সহিত নিজেকে জড়াইয়া ফেলিয়া কর্ম্ম করিলেই কর্ম্ম মন্দ ফল প্রসব করে ৷সাধারণ মানুষ আত্মকর্ম করে না,তাই তাহাদের ইন্দ্রিয় শক্তিগুলি অমার্জিত থাকিয়া যায় ৷কেবলমাত্র পাপ-পুণ্যের ফলভোগের জন্য মানবদেহ ধারণ করা হয় নাই ৷পাপ-পুণ্যের অতীত শুদ্ধ নিষ্কাম আত্মকর্ম্মের জন্যই এই মানবদেহ ৷যতদিন আত্মকর্ম্ম সম্পূর্ণ না হইবে ততদিন মানবদেহ ধারণ করিতেই হইবে,উহার প্রয়োজন শেষ হইবে না ৷আত্মকর্ম্ম সকলকেই করিতে হইবে,তাহা ইহজন্মেই কর অথবা পরজন্মেই কর ৷মানবদেহ ব্যতীত আত্মকর্ম্ম করিবার উপায় নাই ৷

যোগীরাজ শ্রীশ্যামাচরণ লাহিড়ী ৷