tarun malakar's Album: Wall Photos

Photo 155 of 265 in Wall Photos

নয়ের দশকের শেষে যখন কলকাতায় প্রথম মোবাইল ফোন চালু হয় তখন ১ মিনিটের ইনকামিং কলের জন্যও ৬০টাকার অধিক খরচ করতে হতো! আর আজ ইনকামিং ও আউটগোয়িং শুধু ফ্রীই নয়, এক জিবির ডাটার দাম গড়ে ২ টাকা মাত্র!

এটা শুধু সম্ভব হয়েছে টেলিকম ক্ষেত্রে বেসরকারি পুঁজির অনুপ্রবেশের ফলে তীব্র প্রতিযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে।

বর্তমানে ভারতীয় রেলের কিছু রুটে বেসরকারি সংস্থার অনুপ্রবেশের কারণে আজ যারা চিন্তিত, আগামীতে এই বেসরকারি দূরপাল্লার ট্রেনে তারাই সর্বাগ্রে চড়বেন, এটা নিশ্চিত।

সরকারের কাজ ট্রেন, বাস চালানো নয়। আর সরকার সেটা করবেও না। রেলে বেসরকারি উদ্যোগের ফলে সর্বাধিক লাভবান হবেন যাত্রীগণই। প্রতিযোগিতা ছাড়া এই জগতে কিছুই হয়না। রেলে প্রতিযোগিতার সেই শুরুটাই হতে চলেছে এবার।