tarun malakar's Album: Wall Photos

Photo 158 of 265 in Wall Photos

#চাড্ডীকাস্ত্রো_উপাখ্যান /রামকৃপাল সেন

কমিউনিস্টদের খাসতালুক কিউবাতে গো-প্রীতি...

কিউবার "উবরে ব্লাঙ্কা" (1972-1985) নামক এই গাভীটি প্রচুর দুধ দিত (শোনা যায় দিনে প্রায় 109 লিটারের মতো)। রাষ্ট্রপতি কমরেড কাস্ট্রো সময় পেলেই গাভীটির খোঁজখবর নিতেন। 1985 সালে গাভীটির মৃত্যুতে সমগ্র দেশ শোকাকুল হয়ে পড়ে, কিউবার কমিউনিস্ট পার্টির মুখপত্র "গ্রানমা"-র প্রথম পৃষ্ঠায় গভীর শোকসহকারে গাভীটির মৃত্যুসংবাদ প্রকাশিত হয়। শুধু তাই নয়, একদিন রাষ্ট্রীয় শোক দিবস হিসাবে পালিত হয়, বন্ধ থাকে স্কুল কলেজ অফিস আদালতের যাবতীয় কাজকর্ম।
ভারতের "কুসংস্কারাচ্ছন্ন", "ব্যাকওয়ার্ড" হিন্দুরা গাভীকে মা বলে ডাকে ঠিকই, কিন্তু প্রগতিশীল কমিউনিস্টদের খাস তালুকের মতো রাষ্ট্রীয় শোকদিবস পালিত হয়েছে কি কখনও?? কিম্বা যদি ভারত সরকার কোনো একটি গাভীর মৃত্যুতে এরকম শোকদিবস পালনের আহ্বান জানায়, তাহলে এখানের কমিউনিস্টদের প্রতিক্রিয়া কেমন হবে??
শুধু তাই নয়, তারপর থেকে কিউবার কমিউনিস্ট সরকার কঠোরভাবে গোহত্যা বন্ধের আইন জারি করে।
ওখানে কথিত আছে : কিউবাতে কোকেন পাচার করতে গিয়ে ধরা পড়া বরং ভালো, কিন্তু গোমাংস পাচার করতে গিয়ে ধরা পড়লে আর রক্ষে নেই!!
তা প্রগতিশীল
কমরেডরা কি বলেন?? কে কি খাবে সেটা কি রাষ্ট্র ঠিক করে দেবে??
কিউবার কমিউনিস্ট সরকারের এই "ফ্যাসীবাদী" নীতির বিরুদ্ধে ধর্মতলায় একটা মিছিলের আয়োজন করবেন কি কমিউনিস্টকুল??

লিঙ্ক 1 :
http://ontvnews24.com/কিউবায়-একটি-গাভীর-মৃত্যু/
লিঙ্ক 2 :
blog.victimsofcommunism.org/the-land-where-beef-is-banned

লিঙ্ক 3 :
https://en.wikipedia.org/wiki/Ubre_Blanca