tarun malakar's Album: Wall Photos

Photo 175 of 265 in Wall Photos

হায়দরাবাদের নিজাম, সপ্তম আসফ জাহ প্রায়ই দুঃস্বপ্ন দেখতেন জাতীয়তাবাদের ঢেউ ব্রিটিশ ইন্ডিয়ার সীমানা অতিক্রম করে তাঁর রাজ্যেও প্রবেশ করেছে।তাই নিজামের আপন দেশে কংগ্রেস ,আর্যসমাজ এবং হিন্দু মহাসভার সদস্যদের যেভাবে অভ্যর্থনা জানানো হত, তা কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে উদ্বুদ্ধ করে তুলতে পারত।নিজামের রাজ্যে আর একটি জিনিস নিষিদ্ধ ছিল,তা হল "বন্দেমাতরম" সংগীত, কেননা তা নিজাম এবং তার রাজ্যের ১৫% ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে।
১৯৩৮ সালে হায়দরাবাদ স্টেট কংগ্রেস একটি সত্যাগ্রহ আন্দোলনের আয়োজন করে। ঐ সত্যাগ্রহ চলাকালীন সতের বছর বয়স্ক একজন ছাত্র তার হিন্দু সহপাঠীদের সঙ্গে "বন্দেমাতরম" সঙ্গীত গাওয়ার অপরাধে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয়। ছাত্রটি হায়ার সেকেন্ডারিতে হায়দরাবাদ স্টেটে প্রথম হয়েছিল।
যাইহোক, নাগপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঘটনাটি জানতে পারায় ছাত্রটিকে নাগপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।
ঐ ছাত্রটিই হলেন ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও।

~ পিনাকী