Subrata Majumdar 's Album: Wall Photos

Photo 7 of 11 in Wall Photos

#স্বপ্ন_সীমান্তে
#সুব্রত_মজুমদার
যে সম্পর্কটা আড়ালে গেলেই শেষ
তার গভীরতা মাপতে চেয়ো না আর।
যে সুখের তরে সব হয়ে যায় শেষ
সে সুখের শেষে সবই অন্ধকার।।
কেউ জানে নাকো আর ক'টা দিন আর,
তবুও ইগোর দাবানল বুকে জ্বলছে।
চোখ বুজলেই দুনিয়া পরিস্কার',
তবুও মনের জটিল যন্ত্র চলছে।।
এ যুগ কেবল মুঠোফোনে বরবাদ,
ভ্রাতৃদ্বিতীয়া হোলিরা হলো ভার্চুয়াল।
সকাল হতেই খুন ধর্ষণ সংবাদ,
গুমরে মরছে হাজার সোনি-মহীয়াল।।
আমার তবু তো কল্পনা আছে বন্ধু,
খেয়ালি পোলাউয়ে বেশি বেশি ঘি ঢালছি।
নাম যশ আর অর্থের ওই সিন্ধু
পেরিয়েই আজ সগর্বে কথা বলছি।।
ছাল ছাড়ালেই সাদা ও নিগ্রো একাকার,
চুল্লির তলে জ্ঞানের গর্ব শেষ।
চোখবুজে শুয়ে রাজা ভোজ সাজি এইবার,
গঙ্গুতেলীর অভিনয় হল শেষ।।