Mukul Debnath's Album: Wall Photos

Photo 1 of 36 in Wall Photos

#উপদেশ_নয়_চলুন_করে_দেখাই
আজ বিশ্ব পরিবেশ দিবসে এই আবেদন।

#Please লাইক(Like) দিয়ে চলে যাবেন না দয়া করে 2 মিনিট সময় নিয়ে পড়ুন লাইক দিতে হবে না শুধু নিজের মনোভাব মন্তব্য(comment) করে জানান আর ভালো লাগলে শেয়ার(share) করুন..

আমরা অধিকাংশ মানুষই বিশ্বাস করে চলি, ‘কর্তব্য বিষয়ে ভালো ভালো কথার জন্ম হয়েছে আমাদের বলার জন্য, আর অন্যদের করার জন্য',

অন্তত আমার দেশ এমনি তাইতো আমরা স্লোগান দেই, ‘গাছ লাগান, প্রাণ বাঁচান'৷ কখনোই বলি না, ‘এসো গাছ লাগাই, প্রাণ বাঁচাই'৷

আমাদের গাড়ির পিছনে লেখা থাকে না, ‘ট্রাফিক আইন মেনে চলি', লেখা থাকে ‘ট্রাফিক আইন মেনে চলুন'৷ অর্থাৎ আমাদের কোনো দায় নেই!

এমন হাজারো কাজ রয়েছে যেগুলো আমরা নিজে না করে অন্যদেরকে উপদেশ দিতে বেশি পছন্দ করি।

হায়রে আমার শিক্ষিত ভারতবাসী কাকেই বা কি বলবো। তবুও এদের মধ্যে সর্বত্রই কিছু ব্যতিক্রমী মানুষ থাকেন, কথা নয়, কাজই যাঁদের জীবনাদর্শ৷

তাঁদের কাজের ফলেই তো সভ্যতা কালো থেকে আলোর দিকে, মন্দ থেকে ভালোর দিকে এগিয়ে চলে৷

একবার ভাবুন তো আমরা কি পারিনা সবাই মিলে নিজের মনোভাবনাকে বদলাতে? আমরা কি পারি না অন্যকে উপদেশ না দিয়ে নিজে করে দেখাতে?

যদি পারি তাহলে চলুন আজ থেকেই শুরু করি এক নতুন নির্মাণ, যেখানে কেউ অন্যকে উপদেশ নয় আমরা নিজেই করে দেখাবো।

আমাদের এই সুন্দর পৃথিবীকে আমরা সবাই মিলে সুন্দর করে আবারো সাজিয়ে তুলব।।

ধন্যবাদ
মুকুল দেবনাথ
সায়দারপার ঊনকোটি ত্রিপুরা ফটিকরায়(কুমারঘাট)