UPENDRA NATH BRAHMACHARI's Album: Wall Photos

Photo 4 of 4 in Wall Photos

#প্রসঙ্গ: #ড্যারেন_স্যামি_ও_বর্ণবিদ্বেষ

ছোটবেলায় আমি ভীষণ ফর্সা ছিলাম তাই আমাকে 'ছাড়ানো মুরগি' বলে ডাকা হতো, কেউ কেউ 'সাদা ইঁদুর' বলতেন। এটাকে কি বর্ণবিদ্বেষমূলক মন্তব্য বলা যায়? একেবারেই না। আমার নিকটাত্মীয়রা নিছকই মজা করেই এটা বলতেন। তাহলে ড্যারেন স্যামিকে তার সতীর্থরা যদি মজা করে 'কালু' বলে সেটাকে কি করে বর্ণবিদ্বেষমূলক হতে পারে? একজন ফর্সা মানুষকে গায়ের রং সম্পর্কে কোনো মন্তব্য করলে সে কিছু মনে করে না কারণ সে তার রং নিয়ে সন্তুষ্ট কিন্তু কিছু 'কালো' মানুষ আছেন যাদের গায়ের রং নিয়ে মন্তব্য করলে তিনি চটে যান, অর্থাৎ তিনি নিজেই গায়ের ঐ রংকে সম্মান করেন না, তিনি নিজেই তাঁর গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগেন। অবশ্য এর জন্য এই সমাজ কিছুটা দায়ী।
লম্বা মানুষকে অনেকে মজা করে লম্বু বলে, মোটাকে মোটু (আমাকে অনেকেই বলে), বেঁটে মানুষকে নাটু (বা নাটা), মাথায় চুল না থাকলে টাকলু বলে। এ নিয়ে কেউ কোনো আপত্তি করে না তা হলে কালোকে 'কালু' বললে সেটা বিদ্বেষমূলক কি করে হয়?
অন্ধকে অন্ধ বলতে নেই বা ল্যাংড়াকে ল্যাংড়া বলতে নেই কারন এগুলো তাদের অক্ষমতাকে ইঙ্গিত করে। তবে কি গায়ের রং কালো হওয়াটা তাঁরা তাঁদের অক্ষমতা বলে মনে করেন?