Dibakar Dhar's Album: Wall Photos

Photo 15 of 15 in Wall Photos

#সকল_জনজাতিই_হিন্দু:-

পূর্ব ভারতে কিছু কিছু জনজাতি - সমাজের মধ্যে অনেকে গােমাংস খায় বলে তারা হিন্দু নয় — এরূপ অপপ্রচার খৃষ্টান মিশনারীরা লাগাতার করে চলেছিল । ১৯৬৭ সালে অসমের জোরহাটে বিশ্ব হিন্দু পরিষদের সম্মেলনে দ্বারকা পীঠের শঙ্করাচার্য এবং অসমের বৈষ্ণব ধর্মগুরুর উপস্থিতিতে শ্রীগুরুজী আলােচনা করে সরাসরি বলেছিলেন যে জনজাতিরা সদা সর্বদা মূলত হিন্দুই , দীর্ঘকাল ধরে তাদের সম্পর্ক মূল সমাজের সঙ্গে বিছিন্ন হওয়ার জন্য হিন্দু ধর্মের সর্বজনীন আদর্শ থেকে তারা বঞ্চিত থেকেছে । এজন্য তাদের কোনও ভুল নেই । সেদিন বিকালে বিরাট জনসভায় দ্বারকা পীঠাধীশ ঘােষণা করলেন , “ জনজাতিরাও হিন্দু । তাদের গােমাংস খাওয়ার বাধ্যতা ছিল , কেননা , ঐ পাহাড়ি অঞ্চলে অন্য কোনও সস্তা খাবার পাওয়া যেত না । তাই তাদের কোনও দোষ নেই । ” এই ঘােষণায় সমস্ত জনজাতি নেতা এবং প্রতিনিধিরা প্রসন্ন হলেন এবং গৌরব অনুভব করলেন । খৃষ্টান অপপ্রচারের যােগ্য জবাব দেওয়ার মতাে আত্মবিশ্বাস তাদের মধ্যে জাগ্রত হল ।
উৎস:- এইচ ভি শেষাদ্রির লেখা "শ্রীগুরুজী" নামক পুস্তকএর 27 নম্বর পাতা।