Arup Dash's Album: Wall Photos

Photo 39 of 83 in Wall Photos

১৯৪৯ সালের ১৯ জুলাই বিশ্বের সবথেকে বড় ছাত্র সংগঠন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জন্ম। জ্ঞান চরিত্র একতা আদর্শ নিয়ে ছাত্র মনন গঠনের উদ্দেশ্যে এই ছাত্র সংগঠনের তৈরি । বিদ্যার্থী পরিষদ শুধু ছাত্রসংগঠন বলে চিহ্নিত করলে ভুল হবে বিদ্যার্থী পরিষদ আসলে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা ছাত্র সমাজের বৃহত্তর স্বার্থ ও সর্বোপরি দেশের কথা ভাবে হয়।
যেমন বিদ্যার্থী পরিষদ এর অন্যতম একটি বড় কাজ SEIL , স্টুডেন্ট এক্সপেরিয়েন্স ইন ইন্টারেস্ট লিভিং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ভারতের বিভিন্ন অংশের ছাত্র-ছাত্রীদের এক আত্মা করা ও বৈচিত্রময় ভারত তুলে ধরার এক অনন্য প্রয়াস বিদ্যার্থী পরিষদের।
আজ ন্যাশনাল স্টুডেন্ট ডে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর প্রতিষ্ঠা দিবস।
বিদ্যার্থী পরিষদের বিভিন্ন কাজে আমার অতি ক্ষুদ্র যোগদান আমাকে সমৃদ্ধ করেছে....