Sandy Blade's Album: Wall Photos

Photo 10 of 17 in Wall Photos

সংগৃহীত

জিনালি ইয়াং যিনি প্রাক্তন পিএলএর কার্য্যকর্তা এবং চাইনিজ কম্যুনিস্ট পার্টির নেতার পুত্র একটি সেনসেশনাল দাবী করেছেন। ‘More than 100 Chinese soldiers were killed in the dreadful conflict between Indian and Chinese soldiers, in the night of 15th June.'

অর্থাৎ পনেরোই জুন রাতে নাকি একশোর উপর চীনা সেনা হাতাহাতিতে ভারতীয় সেনার হাতে উচিতগতিপ্রাপ্ত হয়! আপাতত এটা নিয়ে হৈচৈ হচ্ছে। চীন যথারীতি অস্বীকার করেছে ও চীন ফাণ্ডেড মিডিয়া এটা কত ভুল ও কেন পিএলএ অসন্তুষ্ট এ নিয়ে লম্বা লম্বা হ্যাজ নামাচ্ছে!

সবচেয়ে মজার বিষয় পাকি টুইটার হ্যান্ডলগুলো পনের তারিখের পর থেকে উফফ আমরা ভারতকে কি দিলাম, আমরাও তো মারতে গেছিলাম গোছের হ্যাজ নামাচ্ছিলো! এখন পিন ড্রপ সাইলেন্স!

পাকিস্তান তো ছাগলের তৃতীয় ছানা, ছাগলের চতুর্থ আর পঞ্চম ছানা, যথাক্রমে কাংলু(আমার প্রোফাইলে অনেক বাংলাদেশী ভাই বোন আছেন এ বিশেষণ তাদের জন্য নয়। এটা তাদেরকে বিশেষিত করে যারা নিয়াজির পরিকল্পনা সার্থক করতে অযথা ভারতবিদ্বেষ দেখায়) ও ভারতের বামরা কি করবে ভেবে উঠতেই পারছে না!

বাপ আখির বাপ হি হোতা হ্যায়!
ভারতীয় সেনার জন্য গর্বিত।