তারপর একদিন ববি হাকিম ঘোষণা করলেন যে - কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে রাজ্যে লক ডাউন হবে না۔۔
তাই ১লা আগস্ট শনিবার বখরী ঈদে লকডাউন হচ্ছে না۔۔
বেশ মেনে নিলাম আগে যা হয়েছে হয়েছে,এখন থেকে নতুন নিয়ম কার্যকর হবে۔۔
কোনো ধর্মকে আঘাত করে আর লকডাউন হবে না রাজ্যে۔۔
আঘাত টা ঠিক তারপরেই এলো۔۔
সরকার আবার লকডাউনের দিন ঘোষণা করলো۔۔
ঘোষণা অনুযায়ী ৫ই আগস্ট রামমন্দিরের ভুমিপূজন, সেইদিন রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন চলবে, ১৭ই আগস্ট মনসা পুজো সেদিনও পূর্ণ লকডাউন থাকবে, অথচ ৩০ শে আগস্ট রবিবার মহরম সেদিন লকডাউন নয়।
আগের ঘোষনা মত শনিবার ও রবিবার মূলত লকডাউন হবার কথা, কিন্তু ৫ তারিখ বা ১৭ তারিখ শনিবার বা রবিবার না হওয়া সত্ত্বেও লকডাউন হচ্ছে রাজ্য জুড়ে, অথচ ঈদ বা মহরম শনিবার এবং রবিবার থাকতেও লকডাউন হচ্ছে না।
৫ তারিখ শুধু মাত্র রামমন্দিরের ভূমি পুজো নয়,
এটা হিন্দুদের চোখে ৪৯৩ বছরের কঠিন লড়াই এর একটা রূপ,
যে লড়াইয়ে কয়েক প্রজন্মের স্বপ্ন সার্থকতার রূপ নেবে সেই দিন❤❤❤❤
হিন্দুদের অনেক আবেগ জড়িয়ে আছে সেই দিনটাকে নিয়ে۔۔
হিন্দুদের আবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কি উচিত? অতিতে বার বার মার খেতে খেতে আজকের ইহুদী জাতি। হিন্দুদেরও সেরকম একটা মারকুটে জাতিতে কি পরিনত হতে হবে?
নইলে সেই উৎসবের দিনে আমাদের ঘরে বন্দী করে রেখে কারা মূলত কাদের খুশি করতে চাইছেন তা আজ রাজ্যবাসী বুঝে গেছে। উৎসব যদি পুরোপুরি বন্ধ থাকত, তাকে এই কোভিড আবহে সমর্থন করতাম। কিন্তু selective কেন? কেন নতুন করে দ্বিজাতি তত্ত্বের দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে? ভাবুন সবাই। পাশের বাড়ীতে আগুন লাগলে নিজেরা কি সুরক্ষিত থাকবেন ?