IYEMC PRIVATE LIMITED's Album: Wall Photos

Photo 191 of 296 in Wall Photos

বেলা শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে গোধূলি লগ্নে মায়ের উষ্ণতার পরশে দূর হয়ে যায় সব ক্লান্তি। বাষ্পীভূত চায়ের পেয়ালা... খোশ গল্প... রান্না ঘরের টুং টাং ঝংকারে চেনা সুর। মায়ের অনুভূতি সমস্ত ঘরে... মায়ের ঘ্রাণ সমস্ত শরীরে... মায়ের চিন্তা সমস্ত মন জুরে। জগদ্বিখ্যাত মনীষী আব্রাহাম লিংকন বলেছিলেন, ‘আমি যা কিছু পেয়েছি, যা কিছু হয়েছি, অথবা যা হতে আশা করি, তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী’।
আঈ.ওয়াই.ঈ.এম.সী প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন আসাদুজ্জামান বলেছে “এই জগতে সেই তো হল সত্যিকারের মা
সন্তানেরই সুখে যে হয় সুখেরি প্রতীমা !”
মায়েরা সঠিক অর্থেই সন্তানের ভালো লাগে ভালো থাকেন, সন্তানের ভালোই তারা ভালো থাকেন, তাদের সারা পৃথিবী তাই যেন তাদের সন্তান ময়, তাদের যাতে ভালো হয় তারা তাই করে একথা তো বলাই বাহুল্য।

#International_Mothers_Day #mother_Day #'মা_দিবস′ #মাদিবস #celebrate #2020 #iyemc #official_Post_by_iyemc