Subroto Chatterjee's Album: Wall Photos

Photo 9 of 58 in Wall Photos

'বুদ্ধিজীবী' মীরাতুন নাহার প্রশ্ন রেখেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর সাথে কলকাতা পোর্টের কী এমন সম্পর্ক যাতে পোর্টের নামকরণ তাঁর নামে করা হলো! শ্যামাপ্রসাদ এই বাংলার মাটির ছেলে, দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদ, স্বাধীন ভারতের প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। কাজেই শ্যামাপ্রসাদের সাথে বাংলার সম্পর্ককে আমি বা আপনি কেউই অস্বীকার করতে পারব না! কিন্তু নাহার মহাশয়ার প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই প্রেক্ষাপটে কারণ লেনিনের সাথে কলকাতার কী এমন সম্পর্ক যাতে কলকাতার বুকে লেনিন সরণি নামক একটি রাস্তার অস্তিত্ব থাকবে, এই প্রশ্নটিকে জনমানসে জাগিয়ে তুলছে।