জনতা চাইলে আপনি নেতা। জনতা চাইলে তবেই আপনি অভিনেতা। আপনার সব বৃথা হয়ে যাবে, কেরিয়ারে লন্ডন ঝুলবে যদি জনতা আপনাকে মেনে না নেয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দুর বসবাসের দেশ এই ভারতে সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভোটে পাশ হওয়া কোন আইনকে বুড়ো আঙ্গুল দেখানোর পরিনাম এটা। এই ঔদ্ধত্য জনতা মেনে নেবে না। পরিনতি আমির খান জানে, পাগলীকেও সেটা বুঝতে হবে। সদ্য সিনেমাতে আল্লাহর গজব পড়েছে, এবার বিজ্ঞাপনে।