স্কুলে ভর্তি করতে গেলে বার্থ সার্টিফিকেট দেখান কেন?
ট্র্যাফিক পুলিশ ধরলে ড্রাইভিং লাইসেন্স দেখান কেন?
চাকরির সময় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখান কেন?
ব্যাংক একাউন্ট খুলতে গেলে আউডেন্টিটি আর রেসিডেন্স প্রুফ দেখান কেন?
ভোট দিতে গেলে ভোটার পরিচয়পত্র দেখান কেন?
বিদেশ যেতে গেলে ভিসা লাগানো পাসপোর্ট দেখান কেন?
শ্মশানে ডেথ সার্টিফিকেট দেখান কেন?
কারণ এসব দেখানো নিয়ম।
যারা 'কাগজ দেখাবো না' বলে ভিডিও বানাচ্ছে তারা আপনার-আমার সর্বনাশ করতে চায়। এরা নিজেরা চিরকাল মুখে সর্বহারার কথা বলে বেড়ায় অথচ নিজেদের ছেলে মেয়েদের নামি দামি স্কুলে পড়ায়, উচ্চমানের জীবনযাত্রা ভোগ করে আর মানুষকে খেপিয়ে দিয়ে সপরিবার বিদেশে ছুটি কাটাতে চলে যায়। এদের বিশ্বাস করে ক্ষমতায় এনে আজ পশ্চিমবঙ্গের কলকারখানা সব বন্ধ হয়ে গিয়ে আমাদের ছেলেমেয়েগুলোর চাকরি নেই। এদের বিশ্বাস করে পশ্চিমবঙ্গের চাষজমি খণ্ডিত হতে হতে এত ছোটছোট হয়ে গেছে যে তার থেকে আর কৃষকের পেটভরার মতন আয় হয়না। এরা চিরকাল গরিবের সর্বনাশ করে নিজেরা নির্লজ্জের মতন বড়লোকি করেছে, এখনো তাই করছে। এদের কথা শুনে আবার নতুন করে ঠকবেন না। যখন কাগজ দেখবার সময় আসবে, গর্ব করে দেখাবেন। আপনি-আমি ভারতের নাগরিক, এটা তো গর্বের কথা। তার প্রমান চাইলে দেব না? কেন দেব না? একশবার দেব, হাজারবার দেব। বিদেশিরা দিতে পারবে না, সেটা তাদের সমস্যা, আমার নয়। এই মুখে রং মাখা সিনেমার বাবু-বিবিরা বিদেশিদের বাঁচাতে আমাদেরও সর্বনাশ করতে চাইছে। ওদের খেলা আমারা ধরে ফেলেছি। আমরা ভারতের নাগরিক, আমাদের কোনো ভয় নেই। আমরা সব জায়গায় বুক ঠুকে কাগজ দেখাই, এখানেও দেখাবো।
তাই স্বস্তিকা,রুপম,সব্যসাচীদের
"কাগজ আমি দেখবোনা" ব্রিগেড কে বলছি আজ রাত থেকে আপনার ব্যাংকের সমস্ত টাকা গায়েব হয়ে গেলে কাল সকালে ব্যাংক কর্তৃপক্ষ যদি বলে কাগজ আমরা দেখবোনা
তখন কি করবেন ?
মনে রাখবেন রাত্রি ৮টার পর আমাদের প্রধানমন্ত্রী অনেক আশ্চর্য ঘটনা ঘটানোর অভ্যাস আছে!