#কাগজ আমি ঠিক দেখাব
ফরেন ট্যুরে ভিসার দিন,
কাগজ আমার সঙ্গে আছে
ব্যাঙ্কে খাতা খুলতে দিন।
ডিলটা সাইন করতে বসে
দেখুন কাগজ মিলিয়ে নিন।
ট্রাফিক পুলিশ ধরলে বলি
দেখুন আছে কাগজ তিন।
কাগজ আমার স্কলারশিপের
হাত পেতেছি পয়সা দিন,
এলটিসিটা ক্লেম করেছি
বোর্ডিং পাসের কাগজ নিন।
ক্লাবেও আমার কাগজ আছে
সস্তায় পাই ভদকা জিন।
ভোটের দিনে প্রার্থী আমি
দেখুন কাগজ মিলিয়ে নিন।
ডিগ্রি আমার অনেক ভারী
কাগজ দেখাই চাকরিতে।
অফিস ঢুকি সকালবেলায়
কার্ডটি থাকে সঙ্গে তে।
কাগজ আমার বাড়ির দলিল,
কাগজ আমার পে স্লিপে,
মাইনে আমার ছয় অঙ্কের
ব্যাঙ্ক চাইছে লোন দিতে।
পাসপোর্টটাও কাগজ আমার
অনেকগুলো ছাপ আছে,
ইনভেস্টেও কাগজ রাখি
ট্যাক্সো বেশী হয় পাছে।
সবকিছুতেই কাগজ দেখাই
যত্নে রাখি গুছিয়ে ঠিক।
এনপি আরে চাইলে কাগজ
ফ্যাশিস্ট রাজা দিচ্ছি ধিক।
কিসের কাগজ কিসের বেড়া
ব্যানার মিছিল শ্লোগান চাই।
নিজের বাড়ি, সিসিটিভি
পাঁচিল তালা লাগাই ভাই।
মুজরো নাচি ভাড়ায় খাটি
দেশটা রাজার বাপের নয়।
নিজের বাড়ির সিকিউরিটি
উর্দি পরে দাড়িয়ে রয়।
বুদ্ধিজীবী এলিট আমি
পেমেন্ট পেলে বিক্রি হই,
এক সকালে জেগেই দেখি
মানুষ আমার সঙ্গে নেই।
-----------------------------------------
[রচনা Pratyush Mandal দা
ফোটো কোলাজ : Tarunjyoti Tewari]