আমি ধিক্কার জানাই এই দলদাস মানসিকতাকে। আর ধিক্কার জানাই বাঙালির নেমকহারামীকে। ক্লাবের নাম ইস্টবেঙ্গল, যা আজ অন্য দেশ। সেখান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শরণার্থীরাই বেশিরভাগ এই ক্লাবের সদস্য। ওখানে রক্ত দিয়ে কেনা এক কণা মাটি আঁকড়ে পরে থাকার মুরোদ হয়নি আর এখানে পালিয়ে আসার পরেও অনেকেরই এতদিন আইনিভাবে ভারতের নাগরিকত্ব জোটেনি। আজ সেই ইস্টবেঙ্গলের গ্যালারিতে এই ব্যানার দেখতে হচ্ছে। নরেন্দ্র মোদির দোষ কি, না ডেকে ডেকে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছেন! ছিঃ ছিঃ ছিঃ!