Mitrangshu Pinaki
Ranjit Sur General Secretary APDR Facebook post :-
সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১৯ টি বইয়ের ৩৮৪৯৪ কপি বই কেনা হবে। ২০২৬ টা স্কুলের লাইব্রেরির জন্য। এক একটা স্কুল তাঁর লেখা ১৯ টা করে বই কিনবে। কিনতে বাধ্য। স্কুল শিক্ষাদপ্তর সম্প্রতি বই কেনার জন্য ২০ কোটি ২৬ লক্ষ টাকা মঞ্জুর করেছে। এক একটা স্কুল ১ লক্ষ টাকা করে পাবে। স্কুলগুলির বই বাছার কোন ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৯ টা বই কেনা সব স্কুলের কাছে বাধ্যতামূলক। এই ৩৮৪৯৪ কপি বইয়ের জন্য লেখক মমতা বন্দ্যোপাধ্যায় রয়ালটি পাবেন। কত শতাংশ হারে জানা নেই। এক এক কপি বইয়ের দাম ২৫০/৩০০ টাকার কম নিশ্চয়ই নয়। তাহলে একটা মোটা টাকাই পাবেন। তাহলে কী দাঁড়াল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা মঞ্জুর করলেন স্কুলে বই কেনার জন্য। তাঁর নিজেরই বই বিক্রি করে সেই টাকার একটা অংশ রয়ালটি বাবদ নিজেই নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে মঞ্জুর করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখক-কবি হিসাবে রয়ালটি খাতে ভাগ নিলেন। এটা আইন সঙ্গত? হতে পারে। কিন্তু কতটা নৈতিক? কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হচ্ছে না? এটা কি দূর্নীতি নয়? মুখ্যমন্ত্রীর বই সহ ২০২৬ টি স্কুলের জন্য সব বই পৌঁছে দেবে পাবলিশার্স & বুক সেলার্স গিল্ড। ২০ কোটি ৬০ লক্ষ টাকার বই। হ্যাঁ সেই গিল্ড, যারা কলকাতা বইমেলা করে। গিল্ডের সম্পাদক কে? সুধাংশু দে। দে'জ পাবলিশার্স এর কর্নধার। মুখ্যমন্ত্রীর এই যাবতীয় বইয়ের প্রকাশক কে? দে'জ পাবলিশার্স। মুখ্যমন্ত্রীর লেখা ৩৮৪৯৪ কপি বই স্কুলে স্কুলে গছিয়ে তিনি বিপুল টাকা লাভ করবেন। গড়ে অন্তত ছাপা দামের ৩০শতাংশ। ৩৮৪৯৪ কপি ২৫০/৩০০ টাকার বইয়ের ৩০ শতাংশ কত টাকা? হিসাব করে দেখুন। কেমন সুন্দর একটা চক্র কাজ করছে! আরও তো একাধিক প্রকাশক ও পুস্তক বিক্রেতা সংগঠন আছে। ব্যক্তি প্রকাশকরা আছেন৷ বছরের পর বছর তারা কেন সুযোগ পায় না? এই গিল্ডই দুদিন পরে কলকাতা বইমেলা করবে। কোটি কোটি টাকার কারবার। সরকারের বিপুল টাকা খরচ হবে। কিন্তু কোন নাগরিক কোন প্রশ্ন তুলতে পারবেন না। তুললেই আউট! কিন্তু স্কুলের লাইব্রেরির জন্য বই কেনার নামে যা হচ্ছে তা-তো পুরো বইপাড়ায় কেলেংকারী। কেউ কি প্রশ্ন তুলবে না? প্রতিবাদ করবে না? শিক্ষক সংগঠনগুলি? প্রকাশকরা কেউ? আদালতে যাবে না নাগরিকরা কেউ? কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসবেন। আশায় আছি। পাশে আছি। এই দুষ্টচক্র ধ্বংস হওয়া দরকার।
Priyanshu Rai
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
Jayendra singh
(owner)
कोरोना काल में आपकी प्राथमिकता होनी चाहिए की आप कैसे स्वयं को सुरक्षित रख सकते हैं। कोरोना से जुड़ें सभी सुरक्षा नियमों का पालन करें और अपनों से भावनात्मक तरह से जुड़ें रहें।
Rahul Pandey
इस ऐप को अधीक से अधीक लोगों को शेयर करे और फेसबुक को बैन करवाना हैं।
जय भारत