Mitrangshu Pinaki
*সবলতাই জীবন দুর্বলতাই মৃত্যু*
সুত্র - সংঘ দর্শন।।
জাগ্রতও সংগঠিত জাতিই একটি সঞ্চয় করতে পারে। একতার মধ্যেই শক্তি নিহিত আছে একথা শিশুও জানে। অসংবদ্ধ সুতার কোন শক্তি নাই, কিন্তু সেই সুতাকেই যখন একত্র করে দড়িতে পরিনত করা হয় তখন তার দ্বারা মত্ত হস্তিকেও বেঁধে রাখা যায়। জাতির ক্ষেত্রেও একতা প্রযোজ্য। স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী নিয়ে যে সমাজ,, সে সমাজের কোন শক্তি নেই। সে সমাজ যত বড়ই হোক না কেন কিংবা আর্থিক দৃষ্টিতে সে যতই সমৃদ্ধ হোক না কেন তাকে কোনক্রমে শক্তিশালী বলা চলে না।"জীবো জীবস্য জীবনম" এই আরণ্যক বিধি আজও জগতকে চালিত করছে। এখানে দুর্বল জাতি বেঁচে থাকতে পারে না।বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়,তেমনই শক্তিশালী জাতি দুর্বল জাতিকে আক্রমণ করে আত্মসাৎ করে দেয় -যুগ যুগ ধরে ইতিহাস এই শিক্ষায় দিয়েছে -আজও সেই ইতিহাসই পুনরাবৃত্তি ঘটে চলেছে। অতএব যে কোনো জাতির বাঁচার একমাত্র পথ শক্তি সঞ্চয়ের পথ। জাতীয় চেতনার উদ্বোধন ও জাতীয় সংগঠনের মধ্যেই শক্তি সঞ্চয়ের রহস্য নিহিত আছে। জাতিকে জীবন্ত রাখবার জন্য জাতির মধ্যে একাত্মতার উদ্বোধন এবং অজেয় জাতীয় শক্তির সংগঠনের কলাকৌশলটি আয়ত্ত করা।কেবলমাত্র তোতা পাখির মত বড় বড় মহৎ তত্ত্বকথাআর আদর্শবাদের বুলি আওরেই কোন জাতি বেঁচে থাকতে পারেনা। অবলম্বিত মূল বৃক্ষটি যতদিন দৃঢ়ভাবে লতাকে ধরে রাখতে পারে ততদিনই লতা বেড়ে উঠতে পারে,বৃক্ষ যদি ভূপতিত তাহলে লতা ও ভুলন্ঠিত হয়। এক সময়ে আমরাসংস্কৃতি, দর্শন, ধর্ম প্রভৃতি বিষয়ে সমগ্র জগতকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু যখনই আমরা অসংগঠিত দুর্বল হয়ে পড়লাম তখনই আমাদের কন্ঠস্বর দুর্বল ও ক্ষীন হয়ে পড়ল। আমাদের সমস্ত সুমহান শিক্ষাকে বর্বর আক্রমণকারী দল পদদলিত করতে লাগলো।এ-ই জন্য ডাক্তারজী স্থির করলেন যে, রাজনৈতিক কিংবা সামাজিক সংস্কারের আন্দোলন কিংবা অর্থনৈতিক উন্নয়নের অথবা বাগারম্ভরসর্বস্ব তত্ত্বকথার প্রচার অপেক্ষা জাতীয় পুনর্জাগরণ সংহতিবোধের প্রতিষ্ঠা সহস্র গুনে অধিক আবশ্যক যা জাতির প্রাণশক্তিকে মজবুত করবে। *ঠিক এই কথাই স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন*
সংকলন - মনোরঞ্জন হাজরা
লোকপ্রজ্ঞা
আরামবাগ।
Priyanshu Rai
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
Jayendra singh
(owner)
कोरोना काल में आपकी प्राथमिकता होनी चाहिए की आप कैसे स्वयं को सुरक्षित रख सकते हैं। कोरोना से जुड़ें सभी सुरक्षा नियमों का पालन करें और अपनों से भावनात्मक तरह से जुड़ें रहें।
Rahul Pandey
इस ऐप को अधीक से अधीक लोगों को शेयर करे और फेसबुक को बैन करवाना हैं।
जय भारत