Mitrangshu Pinaki
বুদ্ধিজীবী আর বিপ্লবীর basicsএ একটা বিশাল gap রয়েছে। আচ্ছা বলুন তো, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছাড়া বুদ্ধিজীবী কে নয়? যে মাঠে লাঙ্গল টানে, যারা অদ্ভুত কৌশলে পুকুরে জাল ফেলে, মাটির তাল থেকে হাঁড়ি-কলসি বানায়, হাপরশালায় লোহা পরখ করে হাপর টানে- অস্ত্রের shape দেয়, অলংকারে চোখ জুড়ানো শিল্প সাজায়, মায় হাইড্রেন পরিষ্কারকারী থেকে ঘরের রান্নার মাসি বা কাপড় কাচা পিসি, অফিসের ক্লার্ক কিংবা কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অথবা মাঠে কিংবা ক্লাসে ছাগল গরু চরানো মেষপালক থেকে মানুষপালক, কোন কাজটা বুদ্ধিহীনদের? পুরো narrativeটাই আজ শীর্ষাসনে! ক্ষমতার চটির ফিতেয় গৌরবময় টাই এর এক প্রান্ত আটকে রেখে আরেক প্রান্ত গলায় বকলেস বানিয়ে বেঁধে, হ্যাটা নয়, প্রচার সর্বস্ব hat কোট "__"এর ভেতর সেঁধিয়ে থাকা বুদ্ধিজীবীদের আনকোট চেহারার আনকাট রুপটা আজ পাতি ধান্দাবাজের। তাই বুদ্ধিজীবী শব্দটা বর্তমানে একটা sophisticated - sublime খিস্তি।
শাসন, শোষণ, নিপীড়ন, বঞ্চনা, প্রবঞ্চনা, অন্যায়, অসম্মান, অসভ্যতা, বর্বরতা, অনৈতিকতার পূতিগন্ধময় সমাজের বেদম ভারী চাঙড় তোলার বিপ্লব যাদের কাছে চায়ের টেবিলের smooth surfaceএ সীমাবদ্ধ; "অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে" এইসব ন্যায়দণ্ডের বাণী ক্লাসে টেবিলের উল্টো দিকে বসা সরলমতি সু-বোধ কিম্বা অ-বোধ ছাত্র-ছাত্রী অথবা মঞ্চে উত্তরীয় ও ব্যাজ ঝুলিয়ে নীচে বসা কিছু প্রায় অর্বাচীনদের মর্মহীন কর্ণে গুঁজে দিয়ে নিজেকে উৎকৃষ্ট আঁতেলেকচুয়াল বলে জাহির করার অনুশীলনটাই আসলে যাদের কাছে রাবীন্দ্রিক ছন্দবদ্ধ রূপ, তারাই আজ বাঙ্গালী বুদ্ধিজীবী। ইজমের কৌশলে অচ্ছুৎ প্রতিবাদের এবং প্রতিবাদী সমাজের ছোঁয়াচ এড়িয়ে নিজের চারপাশে কুলিন অজুহাতের প্রকাণ্ড প্রাকার তৈরি করে, হুঁকা আর গোঁদলের ব্যবধান কমানোর কৌশলের perfectionএ আজীবন গুছিয়ে সুদৃশ্য অ্যালবামের মত জীবন যাপনের practiceটাই তো আসলে বাঙালি বুদ্ধিজীবীদের আগমার্কা Standard Institutional Mark.
বুদ্ধিজীবী পরিবর্তন চায় পরিবর্তিত ক্ষমতার আঁচে নিজেদের ন্যাতানো মেরুদন্ডটাকে আর ব্যাংকের অ্যাকাউন্টের পাস বইটাকে সেঁকতে। আর বিপ্লবীর খোলা ও বন্ধ চোখে পরিবর্তন মানে ক্ষমতার হাত বদল নয়, systemএর total transformation.
*দোহাই আপনাদের! আর যাই হোক নিজের বিবেকের কাছে আপনারা কখনো বুদ্ধিজীবী যেন না হন।*
*২৮ শে জুলাই*
*"নবান্ন চলো"*
✊✊
✍️অরিন্দম খাঁড়া
Priyanshu Rai
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
Jayendra singh
(owner)
कोरोना काल में आपकी प्राथमिकता होनी चाहिए की आप कैसे स्वयं को सुरक्षित रख सकते हैं। कोरोना से जुड़ें सभी सुरक्षा नियमों का पालन करें और अपनों से भावनात्मक तरह से जुड़ें रहें।
Rahul Pandey
इस ऐप को अधीक से अधीक लोगों को शेयर करे और फेसबुक को बैन करवाना हैं।
जय भारत