Arijit Kumar Pal's Album: Wall Photos

Photo 1 of 6 in Wall Photos

হ্যাঁ,আমাদের মহামারী ই প্রাপ্য।
~~~~~~~
কেরালার মালাপ্পুরমের অন্তঃসত্ত্বা ১৫ বছরের এই হস্তিনীটি অরণ্য ছেড়ে স্থানীয় গ্রামে গিয়েছিল খাবারের সন্ধানে।

গ্রামবাসীরা একটি আনারসের মধ্যে বাজিপটকা স্টাফ করে তাকে খেতে দেয়। গর্ভিণী হাতিটি সরল বিশ্বাসে তা খায়। তারপর পেটের মধ্যে গিয়ে বাজি ফাটতে শুরু করলে সে হকচকিয়ে যায়। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে সারা গ্রাম ছুটে বেড়াতে থাকে।

তারপর যখন বোঝে সে আর বাঁচবে না, বাঁচবেনা গর্ভস্থ সন্তানও, তাও শেষ চেষ্টা করতে নদীর জলে গিয়ে দাঁড়ায় সে। কিন্তু সে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি,এইভাবে নদীমধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে। এই ভয়ঙ্কর হৃদয়বিদারক ঘটনাটি প্রকাশ করেছেন স্থানীয় ফরেস্ট অফিসার।

হুমায়ুন আহমেদ বলেছিলেন, "মানুষই একমাত্র জীব যে খিদের জন্য ছাড়াও হত্যা করে!"
#we_desereve_the_pandemic
#we_dont_deserve_the_planet