Arijit Kumar Pal's Album: Wall Photos

Photo 6 of 6 in Wall Photos

সকলকে জানাই হিন্দু সাম্রাজ্য দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ও প্রণাম।
এই তিথি আমাদের হিন্দু জাতির আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দিন। অতি নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে নিজের স্বধর্ম ও স্বতন্ত্রতা রক্ষা করে ছত্রপতি শিবাজী মহারাজ দেশপ্রেম, সাহস, আত্মবিশ্বাস ও পরাক্রম দ্বারা বিদেশি শত্রুদের পরাজিত করে হিন্দু স্বরাজ্য স্থাপন করে।

লোকমান্য তিলক জাতীয় জাগরণকে ত্বরান্বিত করতে "শিবাজী উৎসব" প্রচলন করেছিলেন।

শিবাজী উৎসব এর বিরোধিতা করা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি-মারাঠা ঐক্যের স্বপ্নকে বিরোধিতা করা নয় , সেটা স্বদেশী ও বয়কট এর মত জাতীয়তাবাদী আন্দোলনকে মহারাষ্ট্রের ছড়িয়ে দেওয়া লোকমান্য তিলক সহ অন্যান্যদের মহান ধারণাকে কলুষিত করার ভয়ানক অপচেষ্টা।

অষ্টাদশ শতকের বাংলার বুকে বর্গী আক্রমন কে তাঁর দেড়শ বছর আগের শিবাজি মহারাজ এর সঙ্গে যুক্ত করার চেষ্টা অতি নিম্নস্তরের মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।

বাংলার বুকে শিবাজী উৎসব এর বিরোধীরা কার্জন ও সলিমুল্লাহর দালাল।

(ভিডিওটি দেবী চণ্ডীর আরাধনায় ছত্রপতি শিবাজী মহারাজ; আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে অপূর্ব সেই চণ্ডীপাঠ।)