rajib chakraborty's Album: Wall Photos

Photo 75 of 340 in Wall Photos

SSLV এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ISRO মহাকাশ ব্যবসায়। 2020 শেষের দিকে এটির পরীক্ষা মূলক উৎক্ষেপণ করার কথা।

SSLV যেটা তৈরী করা হচ্ছে ছোট উপগ্রহ উৎক্ষেপণ করার জন্য । ISRO কাছে এই ধরনের প্রচুর গ্রাহক আসছে বর্তমানে দেশে ও বিদেশ থেকে ,এই বৃহৎ মার্কেট আরো অধিক পরিমাণে পা জমানোর উদ্দেশে ISRO এই রকেট নিয়ে আসছে।

SSLV পে লোড ক্যাপাসিটি লো আর্থ অর্বিট এর ক্ষেত্রে হবে 500 কেজি, আর (500কিমি) আর সান সিংক্রোনাস অর্বিট এর ক্ষেত্রে 300 কেজি (500কিমি) । ছোট স্যাটেলাইট গুলি উৎক্ষেপণ এর সময় বিভিন্ন কক্ষপথে স্যাটেলাইট উপস্থাপন করার ক্ষমতা এর থাকবে।

SSLV আনার আরো একটি কারণ হল খরচ বাঁচান। PSLV থেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ করতে বেশী খরচ হয় সেখানে SSLV তৈরির খরচ 30 থেকে 35 কোটি টাকা। (4.2 -4.9মিলিয়ন ডলার)।

সবচেয়ে বড় কথা এটি উৎক্ষেপণ করতে ছোট টিম ও কম উপকরণ লাগে। যেখানে PSLV উৎক্ষেপ করতে 600 লোক লাগে সেখানে SSLV উৎক্ষেপ করতে লাগে মাত্র 6 থেকে 10 জন লোক। আর কম সময়ের বাবধনে অনেকগুলো উৎক্ষেপণ করা যায়। যেখানে PSLV উৎক্ষেপ করার এক মাস পর দ্বিতীয় উৎক্ষেপ করা যায়, সেখানে SSLV লাগে 1 সপ্তাহ