rajib chakraborty's Album: Wall Photos

Photo 76 of 340 in Wall Photos

আজ বলব লিবগান্ডু বিরোধী দল আর তথাকথিত লিবারেল প্রেসের অতুলনীয় কীর্তিকলাপ সময়কাল টা কার্গিল যুদ্ধের সময়।

কার্গিল যুদ্ধের পরেই ভারত আর পাকিস্তান উভয়পক্ষ পয়েন্ট 5240 খালি করতে সম্মত হয়,
সঙ্গে আরো দুটি চুড়ো 5353 আর 5165 সব loc অঞ্চলে।

কিন্তু চুক্তির পরেই পাকিস্তান চুক্তি উল্লঙ্ঘন করে5353 পয়েন্ট দখল করে সঙ্গে সঙ্গে ভারত ও 5240 ও পরে 5165 নিজের কন্ট্রোলে নিতে বাধ্য হয়। এর পর থেকেই 5240 ভারত এর দখলে চলে আসে যা কার্গিল লড়াই এর আগে পাকিস্তান এর কব্জায় ছিল।

কিন্তু তৎকালীন হিন্দু পত্রিকার সাংবাদিক প্রবীণ স্বামী ও বিরোধী কংগ্রেস নেতা রাম কুমার আনন্দ দাবি করেন পাকিস্তান ভারতের মাটি দখল করে আছে কার্গিল যুদ্ধের সময় থেকে একটি পাহাড়চূড়ো যা কিনা 5353 যা কোনদিন ভারতের দখলে ছিল না।এই নিয়ে দেশে অনেক বিক্ষোভ হয় বাজপেয়ী সরকারের বিরূদ্ধে।

পরে তৎকালীন DGMO (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন) এক সাংবাদিক সম্মেলন করে নোটস আর মানচিত্র দেখিয়ে পুরো ব্যাপার পরিষ্কার করেন, যে সিমলা চুক্তি অনুযায়ী 5353 কোনদিন ভারতের অংশে পড়ে নি কার্গিলযুদ্ধের আগে বা পরে, এখন লাদাখ নিয়ে লিবগান্ডু লিবারেল রা এক খেলা খেলছে ।হুঁশিয়ার থাকুন