rajib chakraborty's Album: Wall Photos

Photo 307 of 340 in Wall Photos

অপারেশন সফেদ সাগর , ভারতের বায়ুসেনার কার্গিল ভারতের স্থল সেনার অপারেশন বিজয় এ সহযোগিতা করার মিশন এর সাংকেতিক নাম।পাকি সেনা ও জেহাদীদের শীত এর সময় খলি করা পোস্ট যেগুলো এরা দখল করে নিয়েছিল ,তা পুনরুদ্ধার করার অভিযান।

কার্গিল সেক্টর LAC সীমান্তে 1971 সালের পর এই প্রথম এত ব্যাপক আকারে বায়ু শক্তি ব্যাবহার করা হয়েছিল। ভারতের ইতিহাসে এই প্রথম অনুপ্রবেশ কারী দের নিজের জমি থেকে তাড়ানোর জন্য সশস্ত্র হেলিকপ্টার ও বিমান ব্যাবহার করা হয়েছিল । বায়ু শক্তির প্রবেশ এই2 যুদ্ধ সমাপ্ত হবার পথ ত্বরান্বিত করেছিল। বায়ু সেনা স্থল সেনাকে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেছিল কঠিন ভু প্রকৃতিগত অঞ্চলে শত্রুকে পরাস্ত করতে তা না হলে এই সংঘাত আরো বহুদিন চলত বহু প্রাণহানি হত। শত্রুর রসদ ব্যাবস্থা কে বায়ু সেনা ছত্রাকার করে দিয়েছিল সঙ্গে তাদের অবস্থান গুলো। সঙ্গে কঠিন জায়গায় সেনার রসদ ও সেনা দ্রুত পৌছিয়ে দিয়েছিল। বায়ু সেনা কয়েক হাজার বার যাতায়াত করত ওই দিনগুলো তে এই দুর্গম অঞ্চলে। https://en.m.wikipedia.org/wiki/Operation_Safed_Sagar

ছবিতে একটি 1000 পাউন্ডের জেনারেল পারপাস বোমা বায়ু সেনা গ্রাউন্ড স্টাফ রা বিমানে লাগাতে যাচ্ছে লেখাটি দেখবেন বোমার উপরে ,একে বলে সামরিক রসিকতা